রিশাদের চেষ্টা থাকে শতভাগের বেশি দেওয়ার

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। তবুও আলোচনা হয়েছে ধীরগতির ব্যাটিং নিয়ে। উইকেটে টার্নও ছিল বেশি। ব্যাটারদের জন্য খেলাটা বেশ কঠিন ছিল। তবুও এই ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে আলো ছড়িয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তার চেষ্টাটা থাকে তিন বিভাগেই, মাঠের খেলায় তিনি শতভাগেরও বেশি দিতে চান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে সব ব্যাটারদের ধীরগতির ইনিংসের মাঝে রিশাদ খেলেন হাত খুলে। সিলসের বলে বোল্ড হওয়ার আগে একটি চার ও দুই ছক্কায় ১৩ বলে ২৬ রানের ক্যামিও উপহার দেন রিশাদ। তাতে, বাংলাদেশ পায় ২০০ পার করা সংগ্রহ। এরপর বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিশ্চিতভাবেই ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রিশাদ জানান, খেলোয়াড় হিসেবে তার চেষ্টাটা থাকে তিন বিভাগেই নিজের শতভাগের বেশি দিয়ে চেষ্টা করা ও ভালো করা। রিশাদ বলেন, ‘আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই তিন দিক থেকে চেষ্টা করাটাই ভালো। আমি চেষ্টা করি তিন দিক থেকেই, যেকোন একদিক তো আল্লাহ দিবেই ইনশাল্লাহ। আমি চেষ্টা করি নিজের নিজের শতভাগের বেশি দেওয়ার।’