সৌম্যর ইনিংস নিয়ে আক্ষেপ বুলবুলের
মিরপুরে স্পিনস্বর্গে বোলিং রাজত্বে বিপরীত চিত্র দেখালেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ ব্যাটিং করেছেন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের শাসন করেছেন সৌম্য। আশা দেখিয়েচিলেন সেঞ্চুরির। যদিও সেই আশা পূরণ করতে পারেননি তিনি। সৌম্যর এই ইনিংস নিয়ে আফসোস করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে ম্যাচ চলাকালীন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুলবুল। সেখানেই সৌম্যকে নিয়ে কথা বলেছেন তিনি। টাইগার এই ওপেনারের প্রশংসাও করেছেন বিসিবি বস।
বুলবুল বলেন, ‘সৌম্য তো ট্যালেন্টেড ক্রিকেটার। আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব যে তাকে কন্টিনিউ করিয়েছে। কারণ সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ করলে পরে আমরা সাধারণত তাকে বাদ দিয়ে দিই। কিন্তু এই ধারাবাহিকতা (স্কোয়াডে রাখা) হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা আত্মবিশ্বাস পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে।’
দশ মাসেরও বেশি সময় পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার। সেঞ্চুরির কাছেও চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কাটা পড়েছেন নার্ভাস নাইন্টিতে গিয়ে। ৭ চার আর ৪ ছক্কায় ৮৬ বলে ৯১ রানের দারুণ একটি ইনিংস খেলে বিদায় নিয়েছেন তিনি।
সৌম্যর এই ইনিংস নিয়ে কিছুটা আফসোস করলেন বিসিবি সভাপতি বুলবুল। তিনি বলেন, ‘আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হই সাধারণত আনন্দে। তো ৯১-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে, এটা সৌম্যর ক্যালিবারে যায় না। এটা ১৫০ হতে পারতো। তবে সৌম্য দারুণ শুরু করেছে।’
সৌম্য রান করলেও এরপরের ব্যাটারদের ভুগতে দেখা গেছে। লম্বা সময় ধরেই এমনটা দেখা যাচ্ছে ব্যাটারদের কাছে থেকে। ভুল বলে, ভুল শট খেলে উইকেট দিয়েছেন আসছেন। ফলে অনেক সময়ই আলোচনায় এসেছে জাতীয় দলে মনোবিদ নিয়োগ দেওয়ার। বুলবুলও জানালেন, মনোবিদ নিয়োগ দেওয়ার কথা।
বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘মনোবিদ ছাড়া কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন। সুতরাং আমরা চেষ্টা করছি একজন মনোবিদ নিয়োগ করার। আমরা এমন একজন মনোবিদ নিয়ে আসার চেষ্টা করব যেন সে আমাদের দেশীয় কিছু মনোবিদও তৈরি করতে পারে। সো দ্যাট আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে।’

স্পোর্টস ডেস্ক