জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তিনে তিন বাংলাদেশের
দারুণ শুরু কিছুক্ষণের জন্য কিছুটা মলিন হয়ে গেল। সেই সুযোগ কাজে লাগালো শ্রীলঙ্কা। বাংলাদেশের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরায় লঙ্কানরা। এরপর জমজমাট লড়াই জিতে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে জয়ের হাসি নিয়ে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাভা কাপ ভলিবলের রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম দুই সেটেই জয় তুলে নেয় হরসিত-রাতুলরা। প্রথম সেট জেতে ২৫-২০ ব্যবধানে আর দ্বিতীয় সেট ২৫-২১ ব্যবধানে। বাংলাদেশের দুর্দান্ত এই শুরু কিছুটা মলিন হয়ে যায় পরের দুই সেটে।
বাংলাদেশের দুর্বলতাকে কাজে লাগিয়ে তৃতীয় সেটে একপেশে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এই সেটে লঙ্কানরা জেতে ২৫-১৫ ব্যবধানে। চতুর্থ সেটে অবশ্য আবারও লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চতুর্থ সেটেও জয় পায় লঙ্কানরা। ২৫-২২ ব্যবধানে জেতে তারা।
প্রথম চার সেটে ২-২ সমতায় হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। এখানেও কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। সমান তালে চলে দুই দলের লড়াই। একপর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ১১-১১ তে পৌঁছায়।
এরপরই বাংলাদেশ স্নায়ুর চাপ ধরে রেখে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে টানা চার পয়েন্ট তুলে নেয়। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো দল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম।
এর আগে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নেপালকে হারিয়েছিল ৩-২ সেটে। সবমিলিয়ে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয় তুলে নিল বাংলাদেশ।
লাল-সবুজের প্রতিনিধিরা আগামী রোববার নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তুর্কমেনিস্তানের।

স্পোর্টস ডেস্ক