সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
সংস্করণের সঙ্গে ভেন্যু পরিবর্তন হলেও ব্যাটিং ব্যর্থতার রেশ যেন কাটতে চাইছে না বাংলাদেশের। ব্যর্থতা আর ভরাডুবির গল্পটা ব্যাটারদের হাত ধরেই আসছে। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে চট্টগ্রামে আজ বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই মাঠের উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিং সহায়ক। যে কারণে জয় পেতে হলে ব্যাটারদের বড় ভূমিকা রাখতে হবে। একাদশ সাজাতেও তাই ব্যাটারদের প্রধান্য দেওয়া হতে পারে।
বাংলাদেশের টপ অর্ডারে সাইফ হাসান দারুণ ফর্মে আছেন। যদিও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৮ রান করেছেন। তবে ওপেনিংয়ে তার জায়গাটা মোটামুটি নিশ্চিত। তার পার্টনার হিসেবে থাকবেন বামহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম।
চোট কাটিয়ে দলে ফিরে প্রথম ম্যাচে ভালো করতে পারেননি অধিনায়ক লিটন দাস। আজও তিন নম্বরে নামতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে বাংলাদেশ চাইবে তার ব্যাট থেকে বড় রান আসুক।
বাংলাদেশের ব্যর্থতার মূল জায়গাটা হচ্ছে মিডল অর্ডার। যেখানে নিয়মিতই কেউ না কেউ ব্যর্থ হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়ে ফেরা যেন অভ্যাসে পরিণত হয়েছে তাদের।
আরও পড়ুন : সিরিজে সমতায় ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচের পর লিটন ও তানজিম সাকিবের কন্ঠে শোনা গেছে মিডল অর্ডারের ব্যর্থতাই বাংলাদেশকে হারিযেছে। গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীলতার পরিবর্তে বাজে শট খেলে আউট হয়েছেন শামীম হোসেন। আজ দল থেকে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন জাকের আলী অনিক। এছাড়া মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে ফিনিশার হিসেবে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বোলিংয়ে খুব একটা ভালো করতে পারেনি। তবে চট্টগ্রামের উইকেট বিবেচনায় আজও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সামলাবেন স্পিন বিভাগ। মিডল ওভারে দলের প্রধান ভরসা লেগস্পিনার রিশাদ।
পেসার হিসেবে নিশ্চিতভাবেই থাকছেন মুস্তাফিজুর রহমান। বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকেও দলে দেখা যেতে পারে। তানজিম আগের ম্যাচে ব্যাটিংয়েও ভালো করেছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক