বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড অপরিবর্তিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের এখনো এক ম্যাচ বাকি। অথচ সিরিজ হারটা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এই সংস্করণে টানা চারটি সিরিজ জয়ের পর এবার ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল তারা। সিরিজের শেষ ম্যাচটি তাই নিয়মরক্ষার। হেরে গেলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে লিটনরা।
ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াডে কোন পরিবর্তন আনা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রথম দুই ম্যাচের স্কোয়াডই অপরিবর্তিত রেখেছে।
আরও পড়ুন : ব্যাটিং স্বর্গেও ব্যর্থ ব্যাটাররা, সিরিজ হারল বাংলাদেশ
মিরপুরের কালো মাটির উইকেটে স্পিনারদের দাপটে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় তুলে নিয়েছিল। এরপর চট্টগ্রামে গিয়েই ভরাডুবি ঘটলো বাংলাদেশের। সেখানের ব্যাটিং নির্ভর উইকেটে জমজমাট লড়াই হবে ভেবেছিল অনেকেই। অথচ বাংলাদেশকে তাদের ঘরের মাঠে অনেকটা একপেশেভাবে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দুই টি-টোয়েন্টিতেই বাংলাদেশের বোলাররা তাদের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে। কিন্তু ব্যাটাররা তাদের ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি। বিশেষ করে মিডল অর্ডার। দশের খারাপ সময়ে যাদের ওপর নির্ভর করার কথা তারই নিয়মিতভাবে ব্যর্থ হয়ে ফিরছে।
আরও পড়ুন : ম্যাচ হেরে বোলারদের কাছে দুঃখ প্রকাশ লিটনের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর)। যেখানে বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো।
বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক