শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির মিশনে নেমে প্রথম দুইটি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজে দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই খুইয়েছে সিরিজ। তৃতীয় ম্যাচটি এখন হোয়াইটওয়াশ এড়ানোর। এমন লক্ষ্যে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬৬ রান। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছিল ১৪৯ রানে। দ্বিতীয় ম্যাচে ১৫০ রানের লক্ষ্যে খেলতে করতে পেরেছিল ১৩৫ রান। দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ ডট বল খেলেছিল ৯৮টি। প্রথম ম্যাচে ৪৮টি আর দ্বিতীয় ম্যাচে ৫০টি।
ব্যাটারদের এমন ব্যর্থতার পরে জোরেসোরেই সামলোচনা ওঠেছিল। অধিনায়ক লিটন দাসও ব্যাটারদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচ শেষে ওপেনার তানজিদ হাসান তামিম বলেছিলেন, ‘আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আরও ডট বল কম খেলে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা ব্যাটাররা ধারাবাহিকভাবে ক্লিক করতে পারছি না। এটার সমাধান খুঁজে বের করতে হবে।’ অধিনায়ক লিটনও একই সুরে কথা বলেছেন।
পরিসংখ্যানের পিছিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ১১টিতে, আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
