নেপালে ম্যাচের আড়ালে অন্য ভাবনা বাংলাদেশের
নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের আগে স্রেফ প্রস্তুতির অংশ। বাংলাদেশের মূল লক্ষ্য ভারত ম্যাচ। সংবাদ সম্মেলনেও সে দিকেই গুরুত্ব দিলেন কোচ হাভিয়ের কাবরেরা।
যদিও এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। ‘সি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। বাংলাদেশের বাকি আছে এখনো দুই ম্যাচ। এই দুই ম্যাচ জিতে শেষটা সুন্দর করতে চান কোচ হাভিয়ের কাবরেরা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুধবার (১২ নভেম্বর) এসেছিলেন কাবরেরা আর জামাল ভূঁইয়া। নেপালের বিপক্ষে ম্যাচকে সে কারণেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন কাবরেরা। এ ম্যাচ জিতে আত্মবিশ্বাস জোগাড় করতে চান ভারত ম্যাচের আগে।
কাবরেরা বলেন, ‘আমি নিশ্চিত, আমরা যে ম্যাচটাকে প্রাধান্য দিচ্ছি, ১৮ নভেম্বর ভারত ম্যাচের জন্য এটা খুবই ভালো একটা পরীক্ষা হবে। আমাদের জয়ের মানসিকতা থাকতে হবে। গত কয়েকটা ম্যাচ আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম…(কিন্তু জয় মেলেনি), তবে আমাদের জেতার মানসিকতা থাকতে হবে। এটার শুরু আশা করি আগামীকাল নেপালের বিপক্ষে ম্যাচ থেকে হবে।’
তবে বাংলাদেশের জন্য জয়টা অতটাও সহজ হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশের ঘরোয়া লিগে খেলার সুবাদে বাংলাদেশের কন্ডিশন বেশ ভালোভোবেই জানা নেপালের স্কোয়াডে থাকা আট ফুটবলারের। এক জামাল ভূঁইয়ার ক্লাব ব্রাদার্স ইউনিয়নেই আছে চার জন।
তবে জামাল এটাকে বরং নিজেদের জন্যই ভালো সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমার ক্লাব দলে (নেপালি ফুটবলার) আছে চার জন। এমনকি ক্লাবেও ওদের সাথে থাকি। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না। কঠিন প্রতিপক্ষ। ওদের থাকা বরং আমাদের জন্য সুবিধা।’
ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে বাংলাদেশ। আগের কয়েকটি ম্যাচেও একই চিত্র দেখা গেছে। জামাল জানালেন এবার ৯৭ মিনিট পর্যন্ত লড়াইয়ের মানসিকতা রাখার কথা।
জামাল বলেন, ‘এখন তো ম্যাচ ৯০ মিনিটের নয়, আরও পাঁচ-ছয় মিনিট অতিরিক্ত সময় থাকে। আমাদের শেষ মুহূর্তে গোল খাওয়াটা দেখাচ্ছে আমাদের সারাক্ষণই সতর্ক থাকতে হবে। ৯৭ মিনিট খেলা হলে ৯৭ মিনিটই মনোযোগ ধরে রাখতে হবে।’

স্পোর্টস ডেস্ক