পাকিস্তানের কাছে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের
ধারেভারে পাকিস্তান অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। স্বাগতিক হলেও তাই জয়ের প্রত্যাশা একটু বেশিই চাওয়া। জয় দূরে থাক, তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হারের ব্যবধান ৮-২ গোল।
ম্যাচে ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। শুরু থেকেই খেলায় নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। চতুর্থ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় পাকিস্তান। সেখান থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। পিছিয়ে পড়ে একটি গোল শোধ করে বাংলাদেশ।
গোল শোধের পর যেন অন্ধকার নেমে আসে বাংলাদেশ শিবিরে। একে একে হজম করে ৭ গোল। ৮-১ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ পেনাল্টি কর্ণার থেকে শেষ দিকে একটি গোল শোধ করে। যা কেবল হারের ব্যবধান কমিয়েছে।
এদিকে ম্যাচের চতুর্থ মিনিটে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের খেলোয়াড় রোমান সরকার। বাংলাদেশের বক্ষে বল দখলের লড়াইয়ে পাকিস্তানি খেলোয়াড়ের স্টিকের আঘাতে মাথা ফেটে রক্ত বের হয় রোমানের। মাঠে ব্যান্ডেজ ও প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামীকাল বিকেল ৩টায়, অভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি জিতলে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রথম ম্যাচের হারে যা কঠিন বাংলাদেশের জন্য।

স্পোর্টস ডেস্ক