এনটিভি ডিজিটালে এমকে প্রোডাকশন

Looks like you've blocked notifications!
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল, এমকে প্রোডাকশনের চেয়ারম্যান পীযূষ সেন বেনুসহ অন্যরা। ছবি : এনটিভি অনলাইন

ওয়েবসাইট, ইউটিউব ও সোশ্যাল মিডিয়া—এ তিন বিভাগে দাপটের সঙ্গে রয়েছে এনটিভি অনলাইনের পদচারণা। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এনটিভির ওয়েবপোর্টাল এখন দেশের শীর্ষ অনলাইনগুলোর একটি। ইউটিউবে কোটির বেশি সাবস্ক্রাইবার এবং ফেসবুকে এক কোটি ২৭ লাখের বেশি লাইক নিয়ে ডিজিটাল অঙ্গনে অন্যতম শীর্ষ অবস্থানে এনটিভি অনলাইন।

আর এনটিভি অনলাইনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তিগত সুবিধা নিতে ও আরো মানুষের কাছে পৌঁছাতে চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এমকে প্রোডাকশন।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজেদের নাটক, ওয়েব সিরিজসহ বিভিন্ন কনটেন্টের প্রসারের জন্য এনটিভি অনলাইনের সঙ্গে যুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ সময় এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল ও এমকে প্রোডাকশনের চেয়ারম্যান পীযূষ সেন বেনু চুক্তিপত্রে সই করেন।

পীযূষ সেন বেনু বলেন, ‘বর্তমান সময়ে এনটিভি ডিজিটাল বাংলাদেশে নাম্বার ওয়ান। তাদের কোটির ওপরে ফেসবুক ও ইউটিউবে নিয়মিত দর্শক আছে। আর আমরা যেসব কনটেন্ট নির্মাণ করছি, তা মানুষের জন্য। এনটিভি ডিজিটালের মাধ্যমে আমরা এসব মানুষের কাছে পৌঁছাতে চাই।’

এ প্রসঙ্গে এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘এমকে প্রোডাকশনের সঙ্গে তাদের বিভিন্ন কনটেন্ট প্রসারের জন্য চুক্তি হয়েছে। আশা করি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারব।’