ক্যানসারে আক্রান্ত ছেলেকে উজ্জীবিত করতে হাসপাতালের বাইরে বাবার নাচ

Looks like you've blocked notifications!
ক্যানসারে আক্রান্ত ছেলের জন্য হাসপাতালের বাইরে নাচছেন বাবা। ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক ছেলে হাসপাতালে ভর্তি আছে। আর ছেলেকে উজ্জীবিত করতে হাসপাতালের বাইরে নাচছেন একজন বাবা। কেবিনের জানালা দিয়ে সেই নাচ দেখছে ছেলে। বাবার নাচ দেখে ছেলেও নেচে ওঠে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, কুক চিলড্রেনস মেডিকেল সেন্টারের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, এডেন (১৪) করোনার শুরুতে তীব্র লিম্ফোসাইটিক লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছে।

জানা গেছে, করোনার কারণে হাসপাতালে দর্শনার্থী প্রবেশে সীমাবদ্ধতা নিয়ে আসা হয়েছে। সে কারণে রোগীর সঙ্গে একজন করে থাকতে পারছে। এডেনের সঙ্গে হাসপাতালে তার মা অবস্থান করছেন। বাবা ছেলের এ কঠিন অবস্থায় পাশে থাকতে পারছেন না, সে কারণে ছেলেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হাসপাতালের বাইরে নাচছেন।

দেখুন ভিডিওটি :