গিগাবাইটের ৪০৮০ সিরিজের গ্রাফিক্স কার্ড বাজারে

Looks like you've blocked notifications!
বাজারে এলো গিগাবাইটের ৪০৮০ সিরিজের গ্রাফিক্স কার্ড। ছবি : সংগৃহীত

প্রফেশনাল গেমার, গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটরদের জন্য গিগাবাইট এর শক্তিশালি ৪০৮০ সিরিজের গ্রাফিক্স কার্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সম্প্রতি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রধান কার্যালয়ে উক্ত সিরিজের দুটি মডেলের গ্রাফিক্স কার্ড আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

উক্ত লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী এবং হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মাহফুজুর রহমান মুকুল।

এলান সু বলেন, গিগাবাইট সারাবিশ্বের গেমিং ও গ্রাফিক্স প্রফেশনালদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমরা বিশ্ববাজারে ৪০৮০ গ্রাফিক্স কার্ড ছেড়েছি। আশা করি, এই গ্রাফিক্স কার্ড কম্পিউটার ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, স্মার্ট টেকনোলজিস সব সময়ই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে দেশের মানুষের হাতে প্রয়োজনীয় সব ডিভাইস পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমি আশা করব, ক্রেতারা স্মার্ট ওয়্যারেন্টিযুক্ত গিগাবাইট পণ্য ক্রয় করবেন এবং বিক্রয়োত্তর সেবার বিষয়ে নিশ্চিন্ত থাকবেন।