গুলশানে লজিটেক এক্সপ্রেস স্টোর উদ্বোধন

Looks like you've blocked notifications!
গুলশানে লজিটেক এক্সপ্রেস স্টোর উদ্বোধন। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সুইস টেকনোলজি কোম্পানির লজিটেক ১৯৮১ সালে সুইজারল্যান্ডের লুজানে প্রতিষ্ঠিত হয়। লজিটেক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে ২০১০ সালে। বর্তমানে দেশে জাতীয় পরিবেশক হিসেবে লজিটেকের পণ্য বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড ও বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড।

লজিটেক পণ্য ডিজাইনে দক্ষতা এবং বিশ্বব্যাপী নাগাল উভয়ই প্রসারিত করেছে। প্রতিটি পণ্যের জন্য, কীভাবে প্রযুক্তিপ্রেমী গ্রাহক ডিজিটাল বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং ইন্টারঅ্যাক্ট করে তার ওপর ফোকাস করে আসছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশসহ বিশ্বের প্রায়ই প্রতিটি দেশে পাওয়া যাচ্ছে লজিটেকের পণ্য। পণ্যগুলোর সঙ্গে লজিটেক একটি মাল্টি-ব্র্যান্ড কোম্পানির পণ্য ডিজাইন করে, যা সংগীত, গেমিং, ভিডিও এবং কমপিউটিংয়ের মাধ্যমে মানুষকে একত্র করে। লজিটেকের পণ্যের মধ্যে রয়েছে মাউস, কি-বোর্ড, হেড সেট, ওয়েব ক্যাম, গেমিং পোর্টফোলিও, গেম প্যাড ও স্পিকার।

সম্প্রতি ঢাকার প্রাণকেন্দ্র গুলশান-২-এ তাহের টাওয়ারের দ্বিতীয় তলায় লজিটেকের লজিটেক এক্সেপ্রেস স্টোর-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন লজিটেকের সাউথ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটস প্রধান পার্থ ঘোষ এবং মার্কেটিং ম্যানেজার প্রিয়াঙ্ক মন্দিরাত্তা। এ সময় উপস্থিত ছিলেন লজিটেকের জাতীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস, এক্সেল টেকনোলজিস, বি-ট্র্যাক টেকনোলজিসের প্রতিনিধিসহ ডন সামডানি, সোহাগ ৩৬০, পিসি বিল্ডার্স এবং এটিসিসহ সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন লজিটেক বাংলাদেশের চ্যানেল ম্যানেজমেন্ট প্রধান আরিফুল ইসলাম চৌধুরী, চ্যানেল ম্যানেজার শরিফ উদ্দিন, অ্যাকাউন্ট স্পেশালিস্ট সিয়ামি বিনতে বেলায়েত, গ্লোবাল আইটি পার্কের স্বত্বাধিকারি বাবুল মুন্সিসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী।

লজিটেকের সাউথ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটস প্রধান পার্থ ঘোষ বলেন, লজিটেক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে যাত্রা করে তাদের প্রথম অফিশিয়াল পরিবেশক কমপিউটার সোর্সের সঙ্গে ২০১০ সালে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তি দারুণ সম্ভাবনা রয়েছে। অপার সম্ভাবনা আছে এ দেশের মোট জনগণের ৭০ শতাংশ তারুণ্য শক্তির। কোভিডে জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কলে তারা অভ্যস্ত হয়ে উঠেছে। জিডিপি বেড়েছে। সেখানেই অংশী হতে, বাজার বাড়াতে এই টাচ অ্যান্ড ফিল দেওয়ার সুযোগ তৈরি করল লজিটেক। বাংলাদেশে ভিডিও কলিংয়ে তাদের ব্যাপক প্রসারের পর এবার মনোযোগ দেবে গেমিং পেরিফেরালসের দিকে। লজিটেক এক্সপ্রেস স্টোরে প্রযুক্তিপ্রেমীরা বিশ্বখ্যাত পিসি গেমিং পোর্টফোলিওর সঙ্গে প্রডাক্টিভিটি উন্নত করতে বা ই-স্পোর্টসে এক্সেল করার জন্য বিভিন্ন ক্যাটাগরি জুড়ে সর্বোত্তম লজিটেক প্রোডাক্টগুলো উপভোগ করতে পারবে।

লজিটেক এক্সেপ্রেস স্টোর উদ্বোধন উপলক্ষে যে কোনও পণ্য ক্রয়ে থাকছে ১০% ছাড়। এই অফার চলবে ৩০ আগস্ট পর্যন্ত। পণ্য ভেদে লজিটেক পণ্যে পাবেন তিন বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। পাশাপাশি সার্ভিস ওয়ারেন্টিও পাবেন।

এ ছাড়া লজিটেক পণ্য ক্রয়ে চলছে স্ক্রার্চ অ্যান্ড উইন অফার। এই অফারে ক্রেতারা স্ক্রার্চ কার্ড ঘষে নিশ্চিত উপহার পাবেন। দুজন ভাগ্যবান বিজয়ী পাবেন ল্যাপটপ; তিন জন পাবেন টেলিভিশন; দশ জন পাবেন স্মার্টফোন। রয়েছে নিশ্চিত উপহার পাওয়ার নিশ্চয়তা। এই অফার চলবে ৩০ আগস্ট পর্যন্ত।