মজার ওয়েবসাইট

চাইলে এই বসন্তে ঝড়-বৃষ্টি নামাতে পারবেন আপনি!

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

শীত চলে যাওয়ার পর এবং গ্রীষ্ম আসার আগে ষড়ঋতুর শেষ কাল বসন্ত। এই বসন্তে মন রঙিন হলেও হঠাৎ যদি আপনার বসন্ত-বাতাসের বদলে ঝড়-বৃষ্টিতে ভিজতে মন চায়, কী করবেন?
 
মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া যাঁরা অন্য কোনো উপায় দেখছেন না, তাঁদের জন্য আছে প্রযুক্তিবিষয়ক এক খবর। বাস্তবে আপনি বসন্তে ঝড়-বৃষ্টি নামাতে না পারলেও যেকোনো ঋতুতেই এক ক্লিকে ঝড়-বৃষ্টির আমেজ গ্রহণ করতে পারবেন।
 
এ জন্য আপনাকে শুধু একটি ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সেখান থেকে বৃষ্টি কিংবা বজ্রপাতসহ বৃষ্টির আওয়াজ শুনতে পারবেন আপনি। চাইলে প্রচণ্ড গরমের মাঝে এসব আওয়াজ রুমে চালিয়ে চোখ বুঝে অনুভব করতে পারবেন বাইরে ঝড়-বৃষ্টি হচ্ছে। যতক্ষণ শুনতে মন চায়, পারবেন। আবার চাইলে আগেই সময় নির্দিষ্ট করে রাখতে পারবেন।
 
শুধুই কি ঝড়-বৃষ্টি, এই ওয়েবসাইটে আছে এমন আরও অনেকরকম আওয়াজ। এই যেমন—আগুন, কপি শফ, পাখি, মেঘ ইত্যাদি।
 
তাহলে চলুন, দেরি না করে এক ক্লিক করে মনের মতো রাজ্যে ঘোরার অনুভব নেওয়া যাক। ক্লিক করুন এখানে : https://asoftmurmur.com/