টিকটকে লাইভ দেখতে টিকটকারকে দিতে হবে টাকা

Looks like you've blocked notifications!
টিকটকের লোগো। ছবি : সংগৃহীত

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ‘লাইভ সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করছে, যার মাধ্যমে ভিডিও নির্মাতারা আয়ের সুযোগ পাবেন। ২৬ মে থেকে প্রাথমিকভাবে নতুন এই ফিচার চালু হবে।

এক ব্লগ বার্তায় টিকটক এই তথ্য নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় ভিডিও নির্মাতারা লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে এই সুবিধা পাচ্ছেন টিকটক থেকে নির্বাচিত ১৮ বছরের বেশি বয়স্ক নির্মাতারা। তবে দ্রুতই অন্য ভিডিও নির্মাতারা এই সুবিধা পাবেন।

তিন থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত সময়সীমার বিভিন্ন ধরনের ছোট ভিডিও তৈরি করার সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে টিকটক।