নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে আইফোনে?

Looks like you've blocked notifications!
আইফোন। ছবি : সংগৃহীত

আইফোন-১৩ বাজারে আসার সম্ভাব্য দিনক্ষণ এ বছরের ১৪ সেপ্টেম্বর। তার আগেই এ ফোন নিয়ে গুঞ্জন, নেটওয়ার্ক না থাকলেও নতুন এই আইফোনে কল করার সুবিধা মিলবে।

অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও-এর বরাতে এমন খবর প্রকাশ করেছে সি নেট, অ্যাপল ইনসাইডারসহ বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম।

মিং চি কুও-এর দাবি, কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ সম্বলিত লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল। পরিষেবা দেওয়া হবে গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে। আর তা সম্ভব হলে এটাই হবে প্রথম কোনও স্মার্টফোন, যেখানে স্যাটেলাইট কলের সুবিধা থাকবে।

যদিও এ সংক্রান্ত ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এমন ফিচার নিয়ে কাজ করছে। তবে আইফোন-১৩ ফোনে নেটওয়ার্ক ছাড়া জরুরি বার্তা-আদান প্রদানের সুবিধা থাকতে পারে।

গুঞ্জন আছে, নতুন আইফোন-১৩-তে থাকতে পারে চারটি মডেল—আইফোন-১৩, আইফোন-১৩ প্রো, আইফোন-১৩ প্রো ম্যাক্স ও আইফোন-১৩ মিনি। ডিসপ্লে মিনি ভার্সনের ৫ দশমিক ৪ ইঞ্চি ও প্রো ভার্সনের ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে।