নেটফ্লিক্সের পাসওয়ার্ড আর শেয়ার করা যাবে না?

Looks like you've blocked notifications!
নেটফ্লিক্স। ছবি : সংগৃহীত

মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স তাদের পাসওয়ার্ড শেয়ারিং সেবায় পরিবর্তন আনছে। এর আগে একটি অ্যাকাউন্ট থেকে একাধিকজন নেটফ্লিক্স ব্যবহারের সুযোগ পেতেন। তবে শর্ত ছিল, সেসব ব্যবহারকারীকে একই সঙ্গে বসবাস করতে হবে।

সম্প্রতি এই শর্ত ব্যবহারকারীরা মানছেন কি না, সেটার পরীক্ষা চালিয়েছে জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। মার্কিন গণমাধ্যম বিবিসির খবর, সম্প্রতি পাসওয়ার্ড শেয়ার করে এমন কিছু ব্যবহারকারীকে বার্তা পাঠিয়ে নেটফ্লিক্স জানিয়েছে, ‘আপনি যদি এ অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বসবাস না করে থাকেন, তাহলে আপনার নিজস্ব অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে দেখার জন্য।’

নেটফ্লিক্সের এক মুখপাত্র বিবিসিকে সেই তথ্য স্বীকার করে জানিয়েছেন, ‘যাদের অনুমোদন রয়েছে, তারাই যে শুধু নেটফ্লিক্স ব্যবহার করছে, সেটি নিশ্চিত করার কথা মাথায় রেখেই পরীক্ষাটি সাজিয়েছিলাম আমরা।’

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পাসওয়ার্ড শেয়ারিং সেবা কীভাবে সীমিত করা যায়, সেটা নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করছে নেটফ্লিক্স। সেজন্য নতুন পদক্ষেপ কী হতে পারে, তা পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি।