বদলে যাচ্ছে মোবাইলে গুগল ‘সার্চ’

Looks like you've blocked notifications!
গুগলের লোগো। ছবি : সংগৃহীত

টেক জায়ান্ট গুগল মোবাইলে গুগল ‘সার্চ’ ফলাফলের নকশায় পরিবর্তন নিয়ে আসছে। গ্রাহকদের আরো উন্নত সার্চ অভিজ্ঞতা দিতে এমন পরিবর্তন বলে সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের খবর, এই পরিবর্তনের ফলে মোবাইলের সার্চ ফলাফল (ফন্ট) আরো বড় ও মোটা হবে। এ ছাড়া ব্যবহার করা হবে নিজস্ব কিছু ফন্ট। শুধু কি তাই, পরিবর্তনের পর আগের চেয়ে বেশি জায়গাজুড়ে দেখানো হবে সার্চের ফলাফল।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গ্রাহকের মনোযোগ ধরে রাখতে রঙেও পরিবর্তন নিয়ে আসছে গুগল। সুনির্দিষ্ট তারিখ না জানালেও গুগল জানিয়েছে খুব দ্রুতই নতুন এই পরিবর্তন নিয়ে আসছে তারা।

এই পরিবর্তন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আইলিন চেং জানিয়েছেন, আরো সহজ নকশার জন্য তাঁদের এই পদক্ষেপ, যাতে মানুষ যা খুঁজছেন তা আরো দ্রুত এবং সহজে পেতে পারেন।