বিশ্বের প্রথম এসএমএসে কী লেখা ছিল
আপনি হয়তো এখন স্মার্টফোনে টাইপিংয়ে বিজি। কাউকে টেক্সট পাঠাবেন। কিন্তু জানেন কি, প্রথম বার্তায় কী লেখা ছিল? অর্থাৎ আপনি কি জানেন, বিশ্বের প্রথম টেক্সট মেসেজ কোনটি?
ইন্ডিয়া ডটকমের খবর, উত্তর পেতে আপনাকে ৩০ বছর পেছনে ফিরতে হবে। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথম বার্তা পাঠানো হয়। সেই টেক্সটি ভোডাফোন নেটওয়ার্কের মাধ্যমে পাঠিয়েছিলেন নিল প্যাপওর্থ। এক ক্রিসমাস পার্টিতে নিল পাঠিয়েছিলেন ভোডাফোনের কর্মী রিচার্ড জার্ভিসকে। সেই বার্তায় লেখা ছিল—মেরি ক্রিসমাস (Merry Christmas)।
কম্পিউটার থেকে বিশ্বের প্রথম এই শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) পাঠিয়েছিলেন ২২ বছর বয়সী ব্রিটিশ প্রোগ্রামার। এর মাধ্যমে আধুনিক বার্তা প্রদানের দিগন্ত উন্মোচন হয়।
এবার ২০২১ সালে ফিরুন। ব্রিটিশ টেলকো জায়ান্ট ভোডাফোন সিদ্ধান্ত নিয়েছে, নন-ফানজিবল টোকেন বা এনএফটি হিসেবে ওই এসএমএসটি নিলামে তুলবে।
ডেইলি মেইল জানিয়েছে, ফ্রান্সের প্যারিসে অগাতস অকশন হাউসে এনএফটি হিসেবে ওই আইকনিক টেক্সট মেসেজটি নিলামে বিক্রি করা হবে।
ভোডাফোন জানিয়েছে, বার্তাটি এক লাখ ৫৭ হাজার মার্কিন ডলার থেকে তিন লাখ ১৫ হাজার মার্কিন ডলারের মধ্যে বিক্রি করা হবে।