অ্যান্ড্রয়েড হ্যাক করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র
নিরাপত্তার খাতিরে কিংবা অন্য কোনো কারণে বিভিন্ন যোগাযোগযন্ত্রে আড়িপাতা কিংবা তথ্য চুরি করার অভিযোগ হরহামেশাই শোনা যায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ)বিরুদ্ধে।
এবার জানা গেল, গোপন তথ্য সংগ্রহ করতে কুখ্যাত সফটওয়ার ‘ম্যালওয়ার’ প্রবেশ করানোর পরিকল্পনা করেছিল তারা। এ জন্য এমনকি এনএসএ পরিকল্পনা করেছিল গুগল প্লে এবং স্যামসংয়ের অ্যাপ স্টোর হ্যাক করার কথা!
দ্য ইন্টারসেপ্ট গত বৃহস্পতিবার প্রথম এই খবর প্রকাশ করে। তাদের ভাষ্যমতে, এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেওয়া নথিপত্র ঘেঁটে জানা যায়, ২০১১-১২ সালের দিকে এনএসএ চেষ্টা করে অ্যাপ স্টোরের সাথে স্মার্টফোনের সংযোগটি কাজে লাগিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে ম্যালওয়ার সফটওয়্যারের মাধ্যমে।
তাই অ্যাপ স্টোর হ্যাক করে সেটি পুরোপুরি নিজের দখল রাখার বেশ কয়েক দফা প্রচেষ্টা চালিয়েছে তারা। পুরো পরিকল্পনার নামকরণ করা হয়েছিল ‘ইরিট্যান্ট হর্ন’।
ইরিট্যান্ট হর্ন পরবর্তীকালে সফল হয়েছিল কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, এজেন্সি সফল হয়েছিল ইউসি ব্রাউজারের নিরাপত্তা ভাঙতে।
মূলত এশিয়ায় বিখ্যাত এই ব্রাউজারের সম্পর্কে এ সংবাদ প্রকাশের পর ইউনিভার্সিটি অব টরেন্টোর ‘সিটিজেন ল্যাব’ নামক এক গবেষণা দল গবেষণা করে জানায় ইউসি ব্রাউজারের নিরাপত্তা এবং গোপনীয়তা ইস্যুতে বেশ কিছু ত্রুটি পাওয়া গেছে।
ব্রাউজারটির ইংরেজি ভাষা এবং চাইনিজ ভাষা উভয় সংস্করণ থেকেই বিপুল পরিমাণ ব্যক্তিগত এবং ব্যক্তি শনাক্তকারী তথ্য ফাঁস হয়েছে।