সেলফি তুলতে গিয়ে নিজের মাথায় গুলি!
দিন কয়েক আগেই বেডরুমে ঘুমন্ত এক অচেনা লোককে দেখে আগে সেলফি তুলেছিলেন এক তিউনিসিয়ান তরুণী। এক রাশিয়ান তরুণী সেলফি নিয়ে টেক্কা দিয়েছেন এই পাগলামিকেও। মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিই করে বসেছেন। নিউজারের খবরে জানা গেল, রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি এখন!
২১ বছর বয়সী এই তরুণীর নাম জানা যায়নি। স্বাভাবিকভাবেই ওই সেলফিও শেষ পর্যন্ত তিনি তুলতে পেরেছেন কি না, জানা যায়নি। আর তুলতে পারলেও তো প্রকাশের প্রশ্নই ওঠে না। ঘটনাটি ঘটেছে মস্কোয়। আরটি ডটকমের খবর অনুযায়ী, গুলিটি সরাসরি মাথায় লাগেনি বলেই সঙ্গে সঙ্গে মারা যাননি তিনি। প্রথমে দেয়ালে বাড়ি খেয়ে গুলিটি তাঁর মাথায় আঘাত করে।
ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করছে মস্কোর পুলিশ। তাদেরই একজন জানান, মস্কোর একটি প্রতিষ্ঠানে কাজ করতেন ওই খ্যাপাটে তরুণী। ওই প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মী ভুল করে ফেলে রেখেছিলেন তাঁর নাইন এমএম হ্যান্ডগান। সুযোগ বুঝে সেটা চুরি করে সেলফি তুলতে গিয়েছিলেন এই তরুণী। তখনই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা।
সেলফি নিয়ে এমন ‘পাগলামি’ চলছে অনেক দিন ধরেই। এ নিয়ে অনেক সতর্কতামূলক পরামর্শ বা উপদেশ রইলেও কথা কানে তুলছেন না কেউই। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট-এ ক্রিস মাটিসিজিক নামের এক লেখকের বিরক্তি প্রকাশ পেয়েছে এভাবে, “আমি মোটেও বলব না যে এ বিষয়টি বন্ধ হওয়া দরকার। কারণ খুব সহজ, আমি জানি যে এটা থামবে না...মানুষ বরং আরো বেশি বেশি ‘সৃষ্টিশীল’ পদ্ধতি ও ভঙ্গিমায় সেলফি তুলতে থাকবে; সঙ্গে একের পর এক বিপদও ঘটাবে।”