চালকবিহীন গাড়ির জন্য ৭০ মাইল রাস্তা
গুগল অনেকদিন ধরেই চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে। গুগলের মতো অন্যরাও এ নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে। চলছে নানা গবেষণা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের সরকার এবার এগিয়ে গেল এ ধরনের গাড়ির গবেষণায় সাহায্য করতে।
ভার্জিনিয়ার ৭০ মাইল রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে চালকবিহীন গাড়ি চালানোর জন্য। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘ভার্জিনিয়া অটোমেটেড করিডরস’। এর তত্ত্বাবধানে রয়েছে ভার্জিনিয়া টেক ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট (ভিটিটিআই)।
তবে এই রাস্তায় চালকবিহীন গাড়ির পরীক্ষা চালানোর আগে ভিটিটিআইয়ের একটি পরীক্ষায় পাস করতে হবে।
যেসব গাড়ি সফলভাবে পরীক্ষায় উতরে যাবে, তাদের জন্য লাইসেন্স প্লেট এবং ইন্স্যুরেন্স দেবে ভিটিটিআই। চালকবিহীন গাড়ির জন্য এই রাস্তায় আলাদা লেন তৈরিরও পরিকল্পনা রয়েছে ট্রান্সপোর্টেশন বিভাগের।
চালকবিহীন গাড়ির জন্য নকিয়ার হিয়ার ম্যাপ তৈরি করছে একটি ত্রিমাত্রিক মানচিত্র। এর মাধ্যমে গাড়িগুলো তাদের জন্য আলাদা লেন চিহ্নিত করে নির্দিষ্ট লেনে গাড়ি চালাতে পারবে।
বিশেষ লেনে গাড়ি চালানোর পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী বছরের মধ্যেই ভার্জিনিয়ার রাস্তায় চলার অনুমতি পেতে পারে চালকবিহীন গাড়ি।