সনির স্মার্টফোন ও টিভি বন্ধ হয়ে যাবে?

স্মার্টফোন ও টেলিভিশন উৎপাদন কি বন্ধ করে দেবে সনি? এমনই এক আশঙ্কা দেখা দিয়েছে ইদানীং। কারণ স্মার্টফোন ও টিভির বদলে অন্য লাভজনক প্রযুক্তি নিয়ে কাজ করতে চায় তারা। ইমেজ সেন্সর, ভিডিও গেম এবং সিনেমা ব্যবসায় আরো মনোযোগী হতে চাচ্ছে সনি। বুধবার সনির প্রধান নির্বাহী কাজুও হিরাইয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে রয়টার্স।
তবে সরাসরি টেলিভিশন বা স্মার্টফোন বন্ধের ঘোষণা দেননি কাজুও। মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে আরো মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন তিনি। সনির ব্যবসায়িক কৌশল সংক্রান্ত সম্মেলনে তিনি বলেন, ‘বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানকে আরো অধিক স্বাধীনতা দেওয়ার কথা ভাবছি আমরা। যাতে উৎপাদন প্রক্রিয়া আরো দ্রুত হয়।’
এশিয়ায় উৎপাদিত সস্তা টেলিভিশনের কাছে আন্তর্জাতিক বাজারে মার খাচ্ছে সনির তৈরি টেলিভিশন। তা ছাড়া স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং স্যামসাংয়ের সাথে সনির স্মার্টফোন খুব একটা সুবিধা করতে পারছে না।
নিজেদের কৌশল সম্পর্কে হিরাই বলেন, ‘আমরা মুনাফা বাড়ানোর দিকেই নজর দিচ্ছি। সেজন্য কিছু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। ’
গত বছর সনির শেয়ারমূল্য ৮০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সংস্কার প্রক্রিয়ার কারণে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেয়েছে। ২০১৩ সালের শেষ দিকে কেনিচিরো ইয়োশিদাকে চিফ স্ট্র্যাটেজি অফিসার নিয়োগ করেন হিরাই।
এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সনির ব্যবসায় কৌশলগত পরিবর্তন নিয়ে এসেছেন। তাঁরা সনির ভিডিও গেম নেটওয়ার্ক প্লে স্টেশন এবং ক্যামেরার ইমেজ সেন্সরের প্রতি বেশি নজর দিয়েছেন। সেই সাথে লাভজনক না হওয়ার টিভি এবং স্মার্টফোনকে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। আর এই কৌশলের কারণে লাভের মুখ দেখে সনি। এর আগে গত সাত বছরের ছয় বছরই লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। স্মার্টফোন আর টিভি থেকে মনোযোগ কমিয়ে আরো মুনাফা অর্জনের দিকেই যেহেতু নজর দিচ্ছে সনি, তাই বাজার বিশেষজ্ঞদের ধারণা অদূর ভবিষ্যতে এসবের উৎপাদন বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি।