এক বছরে জাপানে ২৫ হাজার কোটি বার সাইবার আক্রমণ!

গত বছর জাপানের বিভিন্ন ইন্টারনেট সিস্টেমে ২৫ হাজার কোটি বার সাইবার আক্রমণ করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত এবং বেসরকারি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগে এসব হামলা চালানো হয়।
এর মধ্যে ৪০ শতাংশ আক্রমণ হয়েছে চীন থেকে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও ইন্টারনেট সিস্টেম হ্যাক করার চেষ্টা করা হয়েছে।
সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে, জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি (এনআইসিটি)। এরা ইন্টারনেট নিরাপত্তার বিষয়টি নজরদারি করে থাকে।
২০০৫ সালে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। সে সময় বিভিন্ন ওয়েবসাইট তিন কোটি ১০ লাখ বার হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। কী কী সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইটগুলো হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে সাইবার হামলাগুলোর লক্ষ্য থাকে ইন্টারনেট রাউটার, সিকিউরিটি ক্যামেরা এবং ইন্টারনেটের সাথে যুক্ত অন্যান্য সিস্টেম।
সাইবার আক্রমণের সংখ্যা বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলেছে। গত দুই বছরে সাইবার জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা চুরি করে হ্যাকাররা। এর আগে সনি পিকচার্সের ইন্টারনেট সিস্টেম হ্যাক হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছিল প্রতিষ্ঠানটি।