টমেটো খাওয়াবে রোবট!

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে রোবট ব্যবহারের চল। রোবটকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের জীবনকে আরো ঝামেলামুক্ত করা যায় তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চলছে বিস্তর গবেষণা। বিশেষ করে পরিধানযোগ্য রোবট নিয়ে চলছে নানা গবেষণা। সেই সূত্র ধরেই জাপানের একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে পরিধানযোগ্য রোবট যা কি না আপনাকে মুখে টমেটো তুলে দেবে!
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয় এই রোবটের নাম রাখা হয়েছে ‘টোমাটান’। কাধে ব্যাগের মতো ঝুলিয়ে নেওয়া যাবে এটিকে। আর টোমাটানের পেটে থাকবে ৬টি মাঝারি সাইজের টমেটো। খেতে চাইলে রোবটের সুইচ টিপে দিলেই হবে। আপনার মুখের সামনে হাজির হবে লাল টকটকে টমেটো।
টমেটো খাওয়ার জন্য রোবট তৈরি প্রসঙ্গে প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাগোমের স্বত্তাধিকারী শিগেনোরি সুজুকি বলেন, ‘টমেটোতে প্রচুর পুষ্টি আছে যা মানুষের ক্লান্তি দূর করে’।
রোবটটির ওজন আট কেজি। তবে এর উদ্ভাবক শিগেনোরি বলেন, ‘আমি এটাকে কাঁধে নিয়ে প্রতিদিন সকালে পাঁচ কিলোমিটার দৌড়াই।’ গ্রাহকদের কথা মাথায় রেখে রোবটটি আরও হালকা সংস্করণ তৈরির কাজ করছে কাগোমে। তিন কেজি ওজনের ওই হালকা সংস্করণের নাম হবে পেটি টোমাটান।
জাপানের রাজধানী টোকিওতে প্রযুক্তি পণ্যের মেলা টোকিও ম্যারাথনে রোবটটি প্রদর্শন করে নির্মাতা প্রতিষ্ঠান কাগোমে।