সাড়া জাগাতে পারছে না মাইক্রোসফট এজ
মাইক্রোসফটের নতুন ইন্টারনেট ব্রাউজার ‘এজ’ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারছে না। উইন্ডোজ ১০-এর জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও এজের ক্ষেত্রে তার উল্টোটা ঘটেছে। সাম্প্রতিক এক পরিসংখ্যানের আলোকে এই তথ্য দিচ্ছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন পিসিম্যাগ।
গত জুলাইয়ে মাইক্রোসফট তাদের বহুল প্রতিক্ষীত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ বাজারে আনে। উইন্ডোজ ১০ মুক্তির আগে যে কয়টি ফিচার নিয়ে মাইক্রোসফট বেশ উচ্ছ্বসিত ছিল তাদের একটি ছিল মাইক্রোসফট এজ। সেদিক থেকে মাইক্রোসফটের ‘হাইপ’ কিছুটা কাজেও দিয়েছিল। প্রতিবেদনের তথ্য তাই জানাচ্ছে।
জুলাই মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই মাসে উইন্ডোজ ১০ মুক্তির পরের সপ্তাহে প্রায় ১৬ শতাংশ মার্কেট শেয়ার ছিল এজের দখলে। অন্যদিকে গুগল ক্রোমের পাল্লায় ছিল ৭০ শতাংশ। এখন সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে গুগলের দখলে ৭০ শতাংশ শেয়ার, অন্যদিকে এজের দখলে মাত্র ১২ শতাংশ।
এজের চাইতে কিছুটা ভালো অবস্থানে রয়েছে মজিলা ফায়ারফক্স। ডিজিটাল মার্কেটিং কোম্পানি কোয়ান্টকাস্টের তথ্য বিশ্লেষণ জানাচ্ছে এ রকম চিত্র। ইন্টারনেট ব্রাউজিং দুনিয়ায় ক্রোমের দৌরাত্ম্য এখনো রয়েছে আগের মতোই। এজ নিয়ে যেমন প্রত্যাশা করা হয়েছিল ঠিক তেমন ফলাফল বাস্তবে পাওয়া যায়নি।
কোয়ান্টকাস্টের পক্ষ থেকে বলা হয়েছে , মাইক্রোসফট হয়তো এজকে নিয়ে ইন্টারনেট ব্রাউজিং দুনিয়ায় নতুন করে আবারও হানা দেবে, তবে শুধু নতুন অপারেটিং সিস্টেমের সাথে মুক্তি দিয়েই এজকে জনপ্রিয় করে তোলা যাবে না।
মাইক্রোসফট তাদের গত ৬ অক্টোবরের সম্মেলনে জানায়, ইতিমধ্যে ১১ কোটি ডিভাইসে ইন্সটল করা হয়েছে উইন্ডোজ ১০। অন্যদিকে মাইক্রোসফট এজ দিয়ে ঢু মারা হয়েছে প্রায় ৬৫০ কোটি ওয়েবপেজে।