শব্দের অর্থ আমূল বদলে দিয়েছে ইন্টারনেট!
লাইক, প্রোফাইল, ট্যাবলেট, ক্লাউড এই শব্দগুলো বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিশেষ অর্থ বহন করে। মাত্র এক দশক আগেও ইংরেজি ভাষার এমন কিছু শব্দের শুধুমাত্র একটিই অর্থ ছিল। কিন্তু প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অর্থে ব্যবহার ও প্রযুক্তির ব্যাপক বিকাশের কারণে শব্দগুলো এখন দুই অর্থ বোঝায়। শব্দের সাধারণ অর্থ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আর আরেকটি অর্থ প্রযুক্তিগত, যা দিন দিন জনপ্রিয় হচ্ছে।
ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের কারণে অর্থ বদলে গেছে বা যাচ্ছে এমন কিছু ইংরেজি শব্দ নিয়ে প্রতিবেদন করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। ওই প্রতিবেদনের আলোকে এমন কয়েকটি ইংরেজি শব্দ এবং শব্দটির আগের ও বর্তমান অর্থ দেওয়া হলো।
‘প্রোফাইল’ 
আগের অর্থ : কোনো বিষয়ের রূপরেখা অথবা সংক্ষিপ্ত জীবনী 
বর্তমান অর্থ : কোনো ব্যক্তির বিস্তারিত তথ্য, ছবিসহ বিভিন্ন তথ্য যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচয়ে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি নির্দিষ্ট নাম দিয়ে অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে নিজের ‘প্রোফাইল’ তৈরি করতে পারেন। 
‘লাইক’
আগের অর্থ : উপযুক্ত কোনো কিছু বা কোনো বিষয়ে একমত হওয়া।
বর্তমান অর্থ : সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির পোস্ট, কোনো ওয়েবসাইট বা অন্যকিছু পছন্দ করা। 
   
‘ব্লক’
আগের অর্থ : রাস্তায় বা কোনো স্থাপনের সামনে প্রতিবন্ধকতা স্থাপন যেন কেউ বের হতে না পারে এবং যানবাহন চলাচল বন্ধ থাকে। 
বর্তমান অর্থ : ফেসবুক, টুইটারে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি যেন যোগাযোগ করতে না পারে এবং প্রোফাইল দেখতে না পারে সেই ব্যবস্থা নেওয়া। 
টাইমলাইন 
আগের অর্থ : নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর তালিকা। 
বর্তমান অর্থ : সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিভিন্ন পোস্ট ও জীবনের ঘটনাপ্রবাহের বিবরণ। 
ফ্রেন্ড
আগের অর্থ : স্নেহ, শ্রদ্ধা বা বন্ধুত্ব। 
বর্তমান অর্থ : সামাজিক যোগাযোগমাধ্যমের কনট্যাক্টে নির্দিষ্ট ব্যক্তিকে যুক্ত করা। 
ট্যাগ 
আগের অর্থ : কোনো পণ্যের পরিচিতি ও মূল একটি কাগজের মাধ্যমে যুক্ত করা। 
বর্তমান অর্থ : সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্টের লিংক নির্দিষ্ট কাউকে পাঠানো। সাধারণ কোনো স্ট্যাটাস বা ছবি এভাবে অন্যকে দেখানো হয়। 
টুইট
আগের অর্থ : পাখির কিচিরমিচির। 
বর্তমান অর্থ :  খুদেবার্তার ওয়েবসাইট টুইটারে কোনো পোস্ট। 
ক্লাউড
আগের অর্থ : আকাশে ভেসে চলা মেঘ 
বর্তমান অর্থ : অনলাইনে থাকা তথ্য সংরক্ষণব্যবস্থা, যেখানে ক্ষেত্রবিশেষ কাজ সম্পাদনও করা যায়। 
ফলো
আগের অর্থ : কোনো ব্যক্তি বা বস্তুকে অনুসরণ করা বা কোনো বাধা অতিক্রমের চেষ্টা। 
বর্তমান অর্থ : কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম দেখার জন্য বিশেষ ব্যবস্থা। 
‘ট্যাবলেট
আগের অর্থ : একটুকরো পাথর, কাঠের টুকরো বা কাদার তৈরি বস্তু যেখানে লেখা যায়। নির্দিষ্ট ধরনের ওষুধ। 
বর্তমান অর্থ : স্পর্শে কাজ করে এমন কম্পিউটার। 
টেক্সট
আগের অর্থ : একটি বই বা কোনো লেখা। বিশেষভাবে পড়াশোনার জন্য কোনো বই। 
বর্তমান অর্থ : মোবাইল বা কম্পিউটারে কাউকে লিখিত বার্তা পাঠানো। 
ভাইরাল 
আগের অর্থ : ভাইরাসে আক্রান্ত বা ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়।  
বর্তমান অর্থ : ইন্টারনেটে কোনো বিষয় দ্রুত জনপ্রিয় হওয়া। 

                  
                    অনলাইন ডেস্ক