অনলাইনে কসাই সেবা!
অনলাইনে পশু ও কোরবানির বিভিন্ন সরঞ্জাম বিক্রির তথ্য সবার জানা আছে। কিন্তু এবারই প্রথম অনলাইনে কসাই সেবা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কসাই সার্ভিসের বিভিন্ন প্যাকেজ দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। আস্থা নামের একটি কসাই ই-শপ তেমনই বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে।
আস্থা ই-শপের স্বত্বাধিকারী জাহেদুল কবির সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘গত বছর থেকে আমরা অনলাইনে কসাই সার্ভিস শুরু করেছি। আমরাই প্রথম এ ধরনের সার্ভিস দিয়ে আসছি।’
সুমন বলেন, ‘আজই আমাদের সব অর্ডার শেষ হয়ে গেছে। গতবার ৫০ জনের অর্ডার নিয়েছিলাম। আর এবার ৪০ জনের অর্ডার নেওয়া হয়েছে। তবে আমরা এখন ছোট পরিসরে এ কাজ শুরু করেছি। আগামী বছর থেকে আমরা বড় পরিসরে কাজ শুরু করব।’
সুমন আরো বলেন, ‘এ সার্ভিস দিতে গিয়েও আমরা বিপদে পড়ছি। সারা দেশ থেকে আমরা অভিজ্ঞ কসাই সংগ্রহ করার চেষ্টা করি। কিন্তু এনে দেখি তারা মৌসুমি কসাই। তবে এবার আমরা শতভাগ অভিজ্ঞ ও পেশাদার কসাই ম্যানেজ করেছি।’
সুমন বলেন, “আমাদের দুটি প্যাকেজ রয়েছে। একটি হলো খানদানি কসাই, আরেকটি হলো সিজনাল কসাই। খানদানি কসাইতে ঈদের দিন সকাল ৭টা, দুপুর সাড়ে ১২টা ও ঈদের পরের দিন সকাল ৭টায় এ সার্ভিস পাওয়া যাবে। আর প্রতি হাজারে ২০০ টাকা করে মজুরি রাখা হয়েছে। এ ছাড়া সিজনাল কসাইতে প্রতি গরু (৮০ হাজার টাকা পর্যন্ত) আট হাজার টাকা রাখা হয়েছে।’
শুভ্র ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘ঈদের আগে অফিসে বিভিন্ন রকমের ব্যস্ততা থাকায় কসাই আগে থেকে বুকিং দিতে পারি না। তাই এবার অনলাইনে দেখলাম, কসাই সার্ভিস দিচ্ছে। এতে সময় বাঁচবে ও অভিজ্ঞ কসাই পাওয়া যাবে।’

                  
                    নিজস্ব প্রতিবেদক