বাজারে আসছে দেশের তৈরি ‘রিভ অ্যান্টিভাইরাস’
শিগগিরই দেশের বাজারে আসছে ‘রিভ অ্যান্টিভাইরাস’। বাংলাদেশর তৈরি পূর্ণাঙ্গ এই অ্যান্টিভাইরাস এরই মধ্যে দুবাইয়ের তথ্যপ্রযুক্তি মেলায় প্রদর্শিত হয়েছে। তথ্য ও ডিভাইসের নিরাপত্তার লক্ষ্যে আকর্ষণীয় ফিচারের নতুন এই অ্যান্টিভাইরাসের নির্মাতা বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ গ্রুপ।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা জিটেক্স টেকনোলজি উইকের ৩৫তম আসরে রিভ অ্যান্টিভাইরাস প্রদর্শিত হয়।
রিভ এন্টিভাইরাস সম্পর্কে রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, ‘বর্তমান সময়ের প্রায় সব স্মার্ট ইউজারই একাধিক ডিভাইস ব্যবহার করেন। তাঁরা একই সঙ্গে ব্যবহার করছেন পার্সোনাল কম্পিউটার এবং স্মার্টফোন। আর সব ডিভাইসেই ইন্টারনেট ব্যবহার করা হয়। তাঁদের প্রয়োজনের কথা বিবেচনা করে রিভ অ্যান্টিভাইরাসের প্রতিটি বেসিক সাবস্ক্রাইবে থাকছে ন্যূনতম দুটি করে লাইসেন্স।’
রিভ অ্যান্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জি বলেন, ‘রিভ অ্যান্টিভাইরাসের অনন্য একটি বিশেষত্ব হলো এর মোবাইল অ্যাপ্লিকেশন- যার মাধ্যমে ব্যবহারকারী তাঁর সব ডিভাইস লাইভ মনিটর করতে পারবেন। এর ফলে অভিভাবক বাইরে অবস্থানকালীন সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। রিভ অ্যান্টিভাইরাস শিগগিরই বাংলাদেশে উন্মুক্ত করার কথা উল্লেখ করেন সঞ্জিত চ্যাটার্জি।
একাধিক ডিভাইস ব্যবহারকারীদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে বানানো রিভ অ্যান্টিভাইরাসে মোবাইল থেকেই পার্সোনাল কম্পিউটার মনিটর করার সুযোগের পাশাপাশি রয়েছে ইমেইল, এন্টি স্প্যাম সিকিউরিটি, ফিশিং তথা ম্যালওয়্যার থেকে সুরক্ষা ও ব্ল্যাক এবং হোয়াইট লিস্টসহ অনলাইন ট্রানজেকশন সিকিউরিটি।
স্ক্যানিংয়ে জন্য অ্যাডভান্সড রুটকিট টেকনোলোজি এবং রিয়েল টাইম ট্রোজান স্পাইওয়্যারযুক্ত রিভ অ্যান্টিভাইরাসে ব্যবহার করা হয়েছে টার্বো স্ক্যান টেকনোলজি, যা ডিভাইস ধীরগতির না করেই দ্রুততম সময়ে চেকিংসহ ভাইরাস অপসারণ করে।
ডিভাইস ম্যানেজার হিসেবে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ও ব্রাউজার ক্লিনারসহ ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার এবং কোনো ফাইল বা ফোল্ডার চিরতরে মুছে দেওয়ার জন্য ফাইল শ্রেডার সুবিধা সংযুক্ত রিভ অ্যান্টিভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা পেতে www.reveantivirus.com ওয়েবসাইটে প্রবেশ করে পাওয়া যাবে লাইভ চ্যাটসহ ২৪*৭ গ্রাহকসেবা।

অনলাইন ডেস্ক