নিকনের প্রথম টাচস্ক্রিন ক্যামেরা

Looks like you've blocked notifications!
নিকন ডি৫৫০০ ক্যামেরায় রয়েছে ৩.২ ইঞ্চি এলসিডি স্ক্রিন। ছবি : ম্যাশেবল

অবশেষে টাচস্ক্রিন ক্যামেরার যুগে প্রবেশ করল নিকন। ডি ডাবল ফাই ডাবল জিরো (ডি৫৫০০) ক্যামেরার মাধ্যমে নিকনের এই নতুন যুগ শুরু হলো। যদিও নিকনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্যানন এই যুগে প্রবেশ করেছে ২০১২ সালে। নিকন এত দিন এসব থেকে দূরে থাকলেও ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তাদেরও আধুনিক হতে হয়েছে।

৩.২ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিন মনিটর রয়েছে ক্যামেরাটির।  এ ছাড়াও ডি৫৫০০ মডেলে রয়েছে ২৪.২ মেগাপিক্সেল এপিএস-সি ইমেজ সেন্সর, এক্সপিড ফোর ইমেজ প্রসেসর, প্রতি সেকেন্ডে ৫ ফ্রেম করে টানা শুটিংয়ের ক্ষমতা এবং ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং। সেই সাথে এই ক্যামেরার ব্যাটারি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারবে।  

তবে বাজারের অন্যান্য ডিএসএলআর ক্যামেরার তুলনায় ডি৫৫০০ এর আকার বেশ ছোট, সে কারণে এটি বেশ হালকাও।  আনকোরা ফটোগ্রাফারদের জন্য এটি বেশ ভালো একটি ডিএসএলআর ক্যামেরা।

ক্যামেরাটি দিয়ে স্বাচ্ছন্দে সেলফিও তোলা যাবে তবে স্মার্টফোনের তুলনায় একটু বেশি কসরত করতে হবে। ডি৫৫০০ ক্যামেরার শুধু বডির দাম ধরা হয়েছে ৮৯৯ ডলার।