নিজের সৃষ্ট বিপদেই ঝুঁকির মুখে মানবসভ্যতা : স্টিফেন হকিং

Looks like you've blocked notifications!
ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। ছবি : বিবিসি

মানবসভ্যতা ঝুঁকির মুখোমুখি। পারমাণবিক যুদ্ধ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জিনগত পরিবর্তনে সৃষ্ট ভাইরাসসহ বিভিন্ন কারণে এমন অবস্থা দাঁড়িয়েছে। আর এসব কারণের প্রায় সবই মানবসৃষ্ট বলে মনে করেন বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং।  

বিবিসি ‘রিথ লেকচার’ নামক এক অনুষ্ঠানে কৃষ্ণ গহ্বর সম্পর্কে বক্তৃতার সময় এক প্রশ্নের জবাবে স্টিফেন হকিং এ মতামত ব্যক্ত করেন। 

হকিং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরো উদ্ভাবন ঘটলে ‘পরিস্থিতি খারাপ হওয়ারও নতুন পথ’ তৈরি হবে। 

স্টিফেন হকিং বলেন, অতিসম্প্রতি পৃথিবীর ওপর বড় কোনো দুর্যোগের আশঙ্কা কম। তবে আগামী কয়েক হাজার বছরে এটি অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। তবে ওই সময়ে মধ্যেই হয়তো অন্য গ্রহে বসবাস শুরু করবে মানুষ। তাই মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। 

মানবসভ্যাতার ভবিষ্যৎ প্রসঙ্গে স্টিফেন হকিং বলেন, আগামী কয়েক শত বছরের মধ্যেই বিভিন্ন গ্রহে স্বনির্ভর কলোনি গড়ে তুলবে মানুষ। এই সময়টুকু মানুষকে সতর্ক থাকতে হবে।