মহাকাশে চীনের দ্বিতীয় গবেষণাগার চলতি বছরই

Looks like you've blocked notifications!
চীন চলতি বছরের শেষদিকে পৃথিবীর কক্ষপথে দ্বিতীয় গবেষণাগার স্থাপন করতে পারে। ছবি : রয়টার্স

মহাকাশে দ্বিতীয় একটি গবেষণাগার উৎক্ষেপণের ক্ষেত্রে বেশ এগিয়েছে চীন। চলতি বছরের শেষদিকে এই গবেষণাগার পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হতে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে স্থায়ী একটি গবেষণাগার স্থাপনের পরিকল্পনা করছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মহাকাশে নিজস্ব শক্তি বৃদ্ধি করতে চান।

সিনহুয়া জানিয়েছে, চলতি বছরের শেষভাগে চীনের মহাকাশযান শেনজু ১১ দুজন মহাকাশচারী বহন করবে। আর আগামী বছরের শুরুতে তিয়ানগং ২ নামক একটি মালবাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হবে।

চীনের মহাকাশ প্রকল্পের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ২০২০ সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা আছে। ওই স্টেশনে মূল স্থাপনার সঙ্গে দুটি গবেষণাগার থাকবে।

সিনহুয়া জানিয়েছে, ২০১১ সালে পৃথিবীর কক্ষপথে স্থাপিত চীনের প্রথম গবেষণাগার তিয়ানগং-১ ভালোভাবেই কাজ করছে। তবে মালবাহী রকেট উৎক্ষেপণ, জ্বালানি পরিবহন এবং বাতাস ও পানি পরিশোধনের বিষয়ে দেশটিকে আরো দক্ষ হতে হবে।