উন্মুক্ত হলো আইওএসের নতুন সংস্করণ

Looks like you've blocked notifications!
নতুন আইফোন ও আইপ্যাডের সঙ্গে ছাড়া হলো আইওএস অপারেটিংয়ের নতুন সংস্করণ। ছবি : ম্যাশেবল

নতুন আইফোন ও আইপ্যাড উন্মুক্ত করেছে অ্যাপল। তবে এ দুটি পণ্য ছাড়াও আরেকটি চমক নিয়ে এসেছে অ্যাপল। তা হলো তাদের অপারেটিং সিস্টেম আপগ্রেড। সোমবার থেকে উন্মুক্ত করা হয়েছে আইওএস ৯ দশমিক ৩। এটি এখনো আইওএসের সর্বশেষ সংস্করণ।

অ্যাপল এই সংস্করণের বেটা ভার্সন প্রকাশ করে জানুয়ারিতে। সেখানে বেশ কিছু সুবিধার সম্মেলন ঘটানো হয় আইপ্যাড ও আইফোনের জন্য। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

তবে সবচেয়ে আলোচিত ফিচার হিসেবে বিবেচিত হচ্ছে ‘নাইট শিফট’। এই ফিচারের আওতায় আইফোন কিংবা আইপ্যাড দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রঙের আলো দেবে। 

তবে এ ধরনের ধারণা একেবারে নতুন নয়। মাইক্রোসফট কিংবা অ্যাপলের জন্য তৈরি অ্যাপ ‘এফ.লাক্স’ ঠিক এ ধরনের দায়িত্ব পালনে সিদ্ধহস্ত। স্মার্টফোনের স্ক্রিনের আলো যাদের রাতের ঘুমের ব্যাঘাত ঘটায়, তাদের জন্য বেশ উপকারী হবে ‘নাইট শিফট’।

এ ছাড়া আরো কিছু নতুন ও পরিবর্তিত ফিচারের মাঝে রয়েছে—

•    থ্রিডি টাচ আরো বেশি দ্রুতগতির করা হয়েছে এই সংস্করণে।
•    শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য অ্যাপল স্কুল আরো বেশি ব্যবহারবান্ধব করা হয়েছে।
•    সংযুক্ত করা হয়েছে ‘এমপ্লয়ি মনিটরিং’ সুবিধা, এর ফলে কোনো অফিসের কর্মকর্তা আপনার আইওএসচালিত ডিভাইস ব্যবহার করে, তবে তার নোটিফিকেশন জমা থাকবে আপনার জন্য।
•    নোটস অ্যাপে যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড দিয়ে ফাইল সংরক্ষণের সুবিধা।
•    অ্যাপল হেলথের উপযোগী বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপের সন্ধান পাওয়াকে আরো বেশি ব্যবহারবান্ধব করা হয়েছে।
•    উন্নত হয়েছে অ্যাপল নিউজ ও অ্যাপল ম্যাপ।
•    হালনাগাদ হয়েছে কার প্লে, এর ফলে ব্যবহারকারীরা আরো উন্নত অ্যাপল মিউজিক সেবা পাবেন।

এ সপ্তাহ থেকে ‘ওভার-দ্য-এয়ার’ আপডেট হিসেবে উন্মুক্ত থাকবে আইওএস ৯ দশমিক ৩। তা ছাড়া হালনাগাদ করা যাবে আইটিউনস থেকেও।