অনলাইন পাইরেসির শাস্তি বাড়ছে যুক্তরাজ্যে

প্রযুক্তি ও মিডিয়া জগতে জন্য হুমকি অনলাইন পাইরেসি। দুনিয়াজুড়ে এই পাইরেসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পী ও ব্যবসায়ীরা।
আর এ বিষয়টিকে সামনে রেখেই কঠোর হতে যাচ্ছে যুক্তরাজ্যের সরকার। সম্প্রতি দেশটিতে অনলাইন পাইরেসির সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা করেছে। ব্রিটেনভিত্তিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘ওয়ার্ড’ জানিয়েছে এই খবর।
ওই প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের সরকার কপিরাইট ভঙ্গের সর্বোচ্চ শাস্তির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে। সরকার আশা করছে এতে হ্যাকারদের কপিরাইট ভঙ্গের প্রবণতা কমবে।
পাইরেসির ব্যাপারে জনগণের মতামত চেয়ে সম্প্রতি যুক্তরাজ্যের সরকার এক অনলাইন কনসাল্টেশন প্রক্রিয়া চালু করে। প্রায় এক হাজার মানুষের জবাব পাওয়ার পর সরকার এই সিদ্ধান্ত নিল। বেশির ভাগ উত্তরদাতাই সাজার মেয়াদ বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন।
সরকারের মুখপাত্র নেভিল রলফ জানান, এরই মধ্যে পাইরেসি ঠেকানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে না বুঝে কপিরাইট ভঙ্গ করে বিপত্তিতে যাতে পড়তে না হয় সেদিকেও খেয়াল রাখা হবে।
এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মানবাধিকার সংগঠন ‘ওপেন রাইটস গ্রুপ’-এর প্রধান নির্বাহী জিম কিলোক বলেন, ‘শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিকর পাইরেসির বিরুদ্ধেই জেলের মতো কড়া শাস্তির বিধান চালু করা উচিত। আমরা চাই না ছোটখাটো কোনো কপিরাইট ভঙ্গের অজুহাতে কাউকে জেলে পাঠানো হোক।’
প্রতি বছর বিশ্বে কপিরাইট ভঙ্গের কারণেই প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখোমুখি হতে হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। গত বছর ডিসেম্বরে যুক্তরাজ্যের উচ্চ আদালত কপিরাইট ভঙ্গের প্রবণতা আছে এমন ৮৫টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।