বাতাসে আঁকাআঁকি
থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টিং কলম। দেখত কলমের মতো হলেও, এর চেয়ে বেশি কিছু। এর মাধ্যমে ত্রিমাত্রিকভাবে নকশা করা যায়। বাতাসের মধ্যেই কোনো বস্তুর ত্রিমাত্রিক গঠন আঁকা যায়, যা দেখতে প্রায় বাস্তবের মতোই। থ্রিডুডলার ২.০ নামক থ্রিডি প্রিন্টিং কলমের নতুন সংস্করণ বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়াব্বলওয়ার্ক। পহেলা এপ্রিল থেকেই এটি বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ওয়াব্বলওয়ার্কের দ্বিতীয় প্রজন্মের থ্রিডি প্রিন্টিং পেনটি প্রথম প্রজন্মের চেয়ে আকারে বেশ ছোট ও স্মার্ট। প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ২০১৩ সালে ত্রিমাত্রিক প্রিন্টিং কলম বাজারে এনেছিল। থ্রিডুডলারে প্রথম সংস্করণটি অতিদ্রুত বিক্রি হয়ে যায়। এক লাখ ৩০ হাজার প্রথম সংস্করণের থ্রিডুডলার বিক্রি থেকে প্রতিষ্ঠানের আয় হয় ২৩ লাখ মার্কিন ডলার। প্রথম সংস্করণটি শুধু নকশা তৈরি, অন্ধদের জন্য লেখা, এমনকি বিশেষ পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে। তবে নতুন সংস্করণটির ব্যবহারের ক্ষেত্র হবে আরো বৈচিত্র্যময়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসের সিইএস বৈদুত্যিক পণ্যমেলায় এর প্রদর্শন করা হয়। কাজের ধরন এক হলেও নতুন থ্রিডুডলার আগেরটির চেয়ে ৭৫ শতাংশ ছোট এবং ওজন প্রায় অর্ধেক। থ্রিডুডলারে নতুনভাবে যুক্ত করা হয়েছে দুই বার ক্লিকের সুবিধা। এই সুবিধার কারণে কালি প্রবাহ ধারাবাহিক রাখা যায়। এ ছাড়া বাতাসের সঙ্গে কালি প্রবাহের সংঘর্ষ এড়াতে নতুনভাবে কলমের নিবের নকশা করা হয়েছে। থ্রিডুডলার নতুন সংস্করণটি বহনযোগ্য। একটি জেট প্যাক সঙ্গে নিয়ে এটি যেকোনো স্থানে নিয়ে ব্যবহার করা সম্ভব।
থ্রিডুডলারে কালি হিসেবে ব্যবহার হয় প্লাস্টিকের সরু খণ্ড। এটি কলমের মধ্যে প্রবেশ করানো হয়। কলমটির মধ্যে থাকা যন্ত্রাংশ দ্রুত একে উত্তপ্ত করলে এর প্লাস্টিকের কালি নরম হয়। এই প্লাটিকের কালি দিয়ে থ্রিডুডলারে কোনো কিছু আঁকা বা লেখা হয়। আর যন্ত্র থেকে বের হওয়ার এক সেকেন্ডের মধ্যেই প্লাস্টিক কালি ঠাণ্ডা হয়ে কঠিন রূপ ধারণ করে। আর যন্ত্রটির মুখ কলমের মতোই সরু হওয়ায়, অনেক সূক্ষ্ম নকশা করা যায়। থ্রিডুডলার কলম চালাতে কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন বিদ্যুৎ সংযোগ।
ওয়াব্বলওয়ার্ক কর্তৃপক্ষ আশা করছে, এপ্রিলের শুরুতেই থ্রিডুডলার ২.০ সংস্করটির প্রথম চালান বাজারে ছাড়া সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে এটি পাওয়া যাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের মাত্র কয়েকটি দেশে।