জুতো দিয়ে সেলফি!
গত বছরের অস্কার আসর থেকে ‘সেলফি জ্বর’ ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। দুনিয়ার এমন কোনো দেশ নেই যেখানে সেলফি তোলা হয় না। সেলফি তোলার চাহিদাকে মাথায় রেখে বানানো হয়েছে ‘সেলফি স্টিক’। এবার এসেছে ‘সেলফি জুতো’।
মজা করে এই ‘সেলফি সু’-এর একখানা ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে। নিউইয়র্ক-ভিত্তিক জুতার দোকান মিজ মুজ এটি বানিয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হাফিংটন পোস্ট।
মিজ মুজের ডিরেক্টর অব ডিজাইন শেরিল ম্যাটসন জানিয়েছেন, ‘সেলফি স্টিক দিয়ে ছবি তোলাটা বেশ জনপ্রিয় হয়েছে কিন্তু স্টিকটা সাথে নিয়ে ঘোরাটা খুব বিরক্তিকর। আর সে কারণেই আমরা ভাবলাম এটার কোনো বিকল্প তৈরি করা যায় কি না।’
সেলফি তোলায় যারা পটু তাদের জন্য অবশ্য সুসংবাদ নেই। কারণ মজা করেই জুতোটা বানানো এবং ভিডিওটাও শেয়ার করা হয়েছে মজা করে যেখানে সেলফি জুতোর দাম বলা হয়েছে ১৯৯ ডলার।
আদতে সেলফি জুতো বানানোর কোনো পরিকল্পনা নেই মিজ মুজের। নিজেদের প্রচারণার জন্যই জুতোটি বানিয়েছিল তারা। তবে কেউ যদি এটা নিয়ে আরো কাজ করতে চায় তাতে তাদের কোনো আপত্তি নেই।