সিডনিতে মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ আউটলেট
এতদিন শুধু যুক্তরাষ্ট্রের ভেতরেই ফ্ল্যাগশিপ আউটলেট ছিল মাইক্রোসফটের। এবার যুক্তরাষ্ট্রের বাইরেও ফ্ল্যাগশিপ আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়ার সিডনিতে খোলা হবে এই আউটলেট। মাইক্রোসফটের তুলনায় প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও স্যামসাং এগিয়ে আছে নিজেদের আউটলেটের মাধ্যমে খুচরা বিক্রিতে। আর সে কারণেই খুচরা বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে মাইক্রোসফট।
মাইক্রোসফট অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিপ মার্লো প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নতুন আউটলেট খোলার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিডনির মেইন পিট স্ট্রিট শপিং ডিস্ট্রিক্টে হবে মাইক্রোসফটের এই আউটলেট।
কী থাকছে মাইক্রোসফটের এই আউটলেটে? মার্লো জানিয়েছেন, একটি দোকানের চেয়ে বেশি কিছু হবে এই আউটলেট। মাইক্রোসফটের নতুন পণ্যগুলো খুব সহজেই হাতের কাছে পাবেন ক্রেতারা। সে সঙ্গে নতুন পণ্যগুলো কীভাবে ব্যবহার করতে হবে, সেটাও শিখিয়ে দেবেন মাইক্রোসফটের কর্মীরা।
সিডনিতে মাইক্রোসফটের এই আউটলেটের আশপাশেই রয়েছে অ্যাপল ও স্যামসাংয়ের আউটলেট। তবে কবে আউটলেটটি চালু হবে, সেটা জানাননি মার্লো। অস্ট্রেলিয়ান ফিন্যান্স রিভিউ বলছে, বড়দিনের সময় কেনাকাটার ধুম পড়ে, সে সময়েই আউটলেটটি চালু করতে পারে মাইক্রোসফট।
ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নিজেদের আউটলেট নিয়ে হাজির হচ্ছে ক্রেতার সামনে। এতে করে ক্রেতারাও নতুন পণ্যগুলো কোনো ধরনের অপেক্ষা বা দ্বিধা ছাড়াই আউটলেটগুলো থেকে সরাসরি কিনতে পারছেন।
গত মার্চে অ্যাপলের দেওয়া তথ্যমতে, ১৬টি দেশে তাদের ৪৫৩টি আউটলেট রয়েছে। অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যানড্রয়েড মোবাইল অপারেটিংয়ের সঙ্গে পাল্লা দিতে চাইছে মাইক্রোসফট। সে কারণেই নিজেদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে জনপ্রিয় করতে চাইছে তারা।
এ জন্য তারা জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়াকে কিনে নিয়েছে। উইন্ডোজ অপারেটিংয়ে চালিত নকিয়ার স্মার্টফোন সিরিজ লুমিয়া বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামনে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন নিয়ে আসছে মাইক্রোসফট।