নেপালে ভূমিকম্প
ফেসবুকের মাধ্যমে আর্থিক সহায়তা
নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো দূর্গতদের সাহায্য করার জন্য নানা টুলস চালু করেছে। ভূমিকম্পের পর পরই ফেসবুকে চালু করা হয় সেফটি চেক অপশন।
এ ছাড়া নিখোঁজদের জন্য গুগল চালু করে পার্সন ফাইন্ডার অপশনটি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করার ঘোষণা দিয়েছে। সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত সহায়তা দেওয়া যাবে। ফেসবুক এটাকে বলছে ম্যাচিং ফান্ড।
ফেসবুকের নিউজ ফিডে অনুদান দেওয়ার একটি ম্যাসেজ যোগ করা হয়েছে। যেখানে ব্যবহারকারীদের অর্থ সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও এই অর্থ পাঠানো যাবে।
ফেসবুকের মাধ্যমে এসব অনুদান চলে যাবে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনের তহবিলে। সেখান থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে নেপালের আঞ্চলিক বেসরকারি সংস্থা ও হাসপাতালগুলোতে অর্থ সহায়তা পাঠানো হবে।
এ ছাড়া ভূমিকম্পের পর যাঁরা নিরাপদে রয়েছেন তাঁদের খোঁজ নেওয়ার জন্য ফেসবুকে চালু রয়েছে সেফটি চেক অপশন । কয়েক লাখ মানুষ নেপালে ভূমিকম্পের পর এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন বলে সেফটি চেক দিয়েছেন।