উৎসবমুখর পরিবেশে দুই জেলায় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ও গোপালগঞ্জ জেলায়।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার ও গতকাল সোমবার দুই জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা দুটির খুদে প্রোগ্রামাররা অংশ নেয়। উভয় অঞ্চলে কুইজে ১০০ জন এবং প্রোগ্রামিংয়ে ২০ জন করে মোট ২৪০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা আগামী ২৯ মে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠেয় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবে।
চট্টগ্রাম
জেলার চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও ডা. খাস্তগীর সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইরশাদ কামাল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি ড. মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ কোম্পানি রবির এসএমই বিজনেস ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিএস) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় অর্জন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রাসঙ্গিক উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী।
গোপালগঞ্জ
জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিন উপস্থিত থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় আছে রবি আজিয়াটা লিমিটেড ও আনোয়ার ইস্পাত লিমিটেড। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধানসিড়ি কমিউনিকেশন। একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.org Ges এবং www.facebook.com/nhspcbd এই ঠিকানায় ।