স্টোরিয়ার আয়োজন ই-কমার্সবিষয়ক কর্মশালা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ থেকে বর্তমানে ফেসবুক ব্যবহার করেন অন্তত দুই কোটি ৪০ লাখ ব্যবহারকারী, যাঁদের মধ্যে বিভিন্ন পেজের অ্যাডমিন রয়েছেন ২৮ লাখ ব্যবহারকারী। দেশের ই-কমার্স ব্যবসার অন্যতম কেন্দ্র ফেসবুক।

অনলাইনে ফেসবুক পেজের পাশাপাশি যাঁরা নিজের ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান, তাঁদের জন্যে স্টোরিয়া নিয়ে এসেছে (www.storrea.com) দারুণ এক সুযোগ। এর ফলে একজন উদ্যোক্তা নিজের অনলাইন ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন সহজেই।

অনলাইন উদ্যোক্তাদের এই প্রযুক্তিগত উৎকর্ষ ও ফেসবুকে মার্কেটিংয়ের খুঁটিনাটি সম্পর্কে জানাতে আগামী শনিবার রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টোরিয়া আয়োজন করতে যাচ্ছে একটি কর্মশালার। যে কেউ বিনামূল্যে এই কর্মশালায় অংশ নিতে পারবেন।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব সভাপতি রাজীব আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই কর্মশালায়। এ ছাড়া ফেসবুক মার্কেটিং, অনলাইন ব্র্যান্ড এবং সেলস নিয়ে কথা বলবেন ই-কমার্স বিশেষজ্ঞরা।

এই ইভেন্টে যোগ দিতে চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এই লিংকে : https://goo.gl/PPW2Ct

ফেসবুকে ইভেন্ট লিংক : goo.gl/RpuV4T