গ্যালাক্সি এস৬ এইজ আয়রনম্যান এডিশন
আপনি আয়রন ম্যান-এর ডাইহার্ড ফ্যান? আপনার জন্য সুখবর এনেছে স্যামসাং। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন কিস্তি ‘এজ অব আলট্রন’-এর মুক্তি উপলক্ষে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে গ্যালাক্সি এস৬ এজ আয়রনম্যান এডিশন। ম্যাশেবলের খবরে জানা গেল এই বহুল আকাঙ্ক্ষিত ফোনটির সবিশেষ বিবরণ।
এই সীমিত আয়রনম্যান গ্যালাক্সি এস৬ এজ সংস্করণে থাকছে লাল ও সোনালি রঙের মিশেল, একদম টনি স্টার্কের আয়রনম্যান স্যুটের আদলে। শুধু তাই নয়, ফোনের পেছনে খোদাই করা থাকছে আয়রনম্যানের মাস্ক। ফোনের বাইরের লুক পরিবর্তনের সাথে সাথে ফোনের থিম, আইকন, ওয়ালপেপারেও থাকছে আয়রনম্যানের ছাপ। সাথে থাকছে আয়রনম্যানের আর্ক রি-অ্যাকটরের আদলে তৈরি চার্জিং প্যাড।
ফোনের স্পেসিফিকেশনে অবশ্য গ্যালাক্সি এস৬ সংস্করণের সাথে তেমন কোনো পার্থক্য নেই। ৫.১ ইঞ্চি পর্দার সাথে রয়েছে সুপার অ্যামোলেড টাচস্ক্রিন। ১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের এই ফোন চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ অপারেটিং সিস্টেমে। ১৬ মেগাপিক্সেল মূল ক্যামেরার সাথে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তবে সীমিত এই সংস্করণ বাজারে আসবে শুধু ৬৪জিবি স্টোরেজ ক্ষমতা নিয়ে।
তবে শুরুতেই বিশ্বব্যাপী বাজারে মিলবে না এই সংস্করণ। প্রাথমিকভাবে ২৭ মে এস৬ এজ আয়রনম্যান এডিশনের দেখা মিলবে দক্ষিণ কোরিয়ায়। জুনে মুক্তি পাবে চীন ও হংকংয়ে। উত্তর আমেরিকা, ইউরোপসহ সারা বিশ্বের মার্ভেল সুপারহিরো ভক্তদের কাছে কবে নাগাদ সহজলভ্য হচ্ছে এই ফোন, সে ব্যাপারে বিস্তারিত জানায়নি স্যামসাং।