‘মারামারি’ নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি মাস্ক-জাকারবার্গের

Looks like you've blocked notifications!
মার্ক জাকারবার্গ এবং এলন মাস্কের ছবি ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া।   

বেশ কয়েকদিন ধরেই নিজেদের পেশার লড়াইকে পেশির লড়াইয়ে নামিয়ে আনতে চাইছেন দুই টেক জায়ান্ট টেসলা-স্পেস এক্সের কর্ণধার এলন মাস্ক ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যদিও এখনও পরিষ্কার নয় সত্যি সত্যি এই লড়াই হবে কি না, তবে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত দুই ব্যক্তির কথার লড়াই বন্ধ নেই। গত জুন মাসে প্রথম এই যুদ্ধের খবরটা চাউর হয়।

রোববার (৬ আগস্ট) টেক জায়ান্ট এলন মাস্ক বলেন, তার প্রস্তাবিত মল্লযুদ্ধটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি প্রচার করা হবে। তিনি আরো উল্লেখ করেন, এই স্ট্রিমিং থেকে আয়কৃত অর্থ বয়স্কদের সেবায় ব্যয় করা হবে।

বিপরীতে মার্ক জাকারবার্গ এক্স বা টুইটারের বিকল্প তার প্লাটফর্ম থ্রেডে লেখেন, ‘(স্ট্রিমিংয়ের জন্য) আমাদের আরেকটু নির্ভরযোগ্য প্লাটফর্ম ব্যবহার করা উচিত না, যা সত্যি চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ করতে পারে?’

তিনি আগামী ২৬ আগস্ট লড়াইয়ের দিন প্রস্তাব করেছেন। তবে মাস্ক এখনো তা নিশ্চিত করেননি।