ভারতে শিগগির আসছে অপো ফাইন্ড এন ৩ ফ্লিপ ফোন

Looks like you've blocked notifications!
ছবি : টুইটার (এক্স) থেকে নেওয়া

সম্প্রতি চীনে অপো সংস্থা তাদের নতুন ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন ৩ ফ্লিপ মডেল আত্মপ্রকাশ করেছে। এবার সেই ফোনই ভারতে  আত্মপ্রকাশ হতে চলেছে। ওপো ফাইন্ড এন ২ ফ্লিপ ফোনের উত্তরাধিকারী হিসেবে নতুন ফোল্ডেবল ফোন আরম্ভ হতে চলেছে ভারতে। অপো ইন্ডিয়া সংস্থা তাদের এক্স প্ল্যাটফর্মে ফাইন্ড এন ৩ ফ্লিপ ফোনের একটি অল্প সময়ের টিজার প্রকাশ করেছে। মুনলাইট মিউজ, মিস্ট রোজ এবং মিরর নাইট- এই তিনটি রঙ রয়েছে ফোনটি।

অপো প্রাথমিকভাবে আগস্টে চীনে তার ফাইন্ড এন ৩ ফ্লিপ উন্মোচন করেছিল, এই বলে যে ডিভাইসটির আন্তর্জাতিকভাবে প্রকাশ 'শীঘ্রই' হবে। এখন মনে হচ্ছে স্মার্টফোনের বিশ্বব্যাপী প্রকাশ আসন্ন, কারণ চীনা নির্মাতা আনুষ্ঠানিকভাবে মডেলটিকে তার ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে, যার মধ্যে ভারতের নাম রয়েছে।

স্পেসিফিকেশন

ফাইন্ড এন ৩ ফ্লিপ ফোনে ‘ফ্লিপে ট্রিপল ক্যামেরা’ রয়েছে। এর মধ্যে একটি ৫০ মেগা পিক্সেল প্রধান ক্যামেরা, একটি ৩২ মেগা পিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম এবং একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সমন্বিত সেটআপসহ প্রথম স্মার্টফোন এটি। 

কনজিউমার ইলেকট্রনিক্স জায়ান্ট আরও দাবি করেছে–হ্যান্ডসেটটি সবচেয়ে বহুমুখী স্ক্রিন কভার বৈশিষ্ট্যযুক্ত ৪০টিরও বেশি মিনি অ্যাপে অ্যাক্সেস দেওয়া আছে। জিএসএম এরিনা অনুসারে, ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে–অপো ফাইন্ড এন ৩ ফ্লিপ স্মার্টফোনে ৬.৮০-ইঞ্চির প্রাইমারি ফোল্ডেবল স্ক্রিন, একটি ৩.২৬ ইঞ্চি ৩৮০x৭২০ কভার ডিসপ্লে রয়েছে। 

মিডিয়া টেক এর ডাইমেনসিটি ৯২০০ এসওসি চিপসেট (প্রসেসর হিসেবে), ১২ জিবি র‌্যাম, ২৫৬/৫১২ জিবি ইউএফ, ২০.৩ মেগা পিক্সেল স্টোরেজ রয়েছে। একইভাবে সেলফি স্টোরেজ এবং ভিডিও কলের জন্য ক্যামেরা রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।  এটি অ্যানরয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে। এ ছাড়া ফোনটিতে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে।