টিকটক নিষিদ্ধ করছে নেপাল

Looks like you've blocked notifications!
ছবি : টিকটকের লোগো

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ বলছে, জনপ্রিয় এই ভিডিও-শেয়ারিং অ্যাপের ‘অপব্যবহারে’ নেতিবাচক প্রভাব ও সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সদিচ্ছা বিঘ্নিত হচ্ছে। চিনা অ্যাপটি নিয়ন্ত্রণ করার জন্য ক্রমবর্ধমান দাবি রয়েছে বলেও জানিয়েছে দেশটি।

সোমবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

 

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা জানিয়েছেন, ‘সোমবার (১৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে কবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।

শর্মা জানান, ধারাবাহিকভাবে ‘সামাজিক সম্প্রীতিকে বিঘ্নিত করে এবং পারিবারিক কাঠামো ও সামাজিক সম্পর্ককে ব্যাহত করে’ এমন কন্টেন্ট শেয়ারের জন্য টিকটকের প্ল্যাটফর্ম ব্যবহৃত হওয়ায় এটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকটক ইতোমধ্যেই বিশ্বের বহু দেশেই আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে অনেক দেশই আবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে।

নেপালের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নেপালে গত চার বছরে ১৬০০ টিরও বেশি টিকটক-সংক্রান্ত সাইবার ক্রাইম মামলা নথিভুক্ত করা হয়েছে।

এর আগে, ২০২০ সালের জুন মাসে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টিকটকসহ বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারতে নিষিদ্ধ হওয়ার আগে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি।