'ইনকগনিটো মোড' ব্যবহার সত্ত্বেও নজরদারি, ৫০০ কোটি ডলারের মামলা নিষ্পতিতে গুগলের সম্মতি

Looks like you've blocked notifications!
ছবি: এপি

ক্রোম ব্রাউজারে 'ইনকগনিটো' মোড এবং অন্যান্য ব্রাউজারে একই ধরনের 'প্রাইভেট' মোড ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারে নজর রাখার অভিযোগে ৫০০ কোটি মার্কিন ডলারের ‘প্রাইভেসি’ মামলা নিষ্পত্তি করতে সম্মত হয়েছে গুগল।

২০২০ সালে দায়ের করা ‘ক্লাস-অ্যাকশন’ মামলায় বলা হয়েছে, গুগল ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। কারণ, ইনকগনিটো মোড ব্যবহার করার সময় বলাই আছে- ইন্টারনেট ক্রিয়াকলাপে নজর রাখা হবে না।

এক্ষেত্রে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে- গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি এবং অন্যান্য কৌশল ‘প্রাইভেট’ ব্রাউজিং করা সত্ত্বেও ব্যবহারকারীদের ওয়েবসাইট পরিদর্শন ও অন্যান্য ক্রিয়াকলাপ একত্রিত করা অব্যাহত রেখেছে।

বাদীরা আরও অভিযোগ করেন, যারা মূলত মনে করেছিলেন তাদের গোপনীয়তা সুরক্ষিত রয়েছে, তাদের ক্ষেত্রে গুগলের এই কর্মকাণ্ড ‘জবাবদিহিহীন তথ্য’ সংরক্ষণের নামান্তর।

গত বৃহস্পতিবার যে সমঝোতা হয়েছে, তা অবশ্যই ফেডারেল বিচারক কর্তৃক অনুমোদিত হতে হবে।

যদিও এক্ষেত্রে শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে মামলাটিতে ব্যবহারকারীদের পক্ষে ৫০০ কোটি ডলার দাবি করা হয়। বাদীপক্ষের আইনজীবীরা জানান, তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি চুক্তি নিয়ে আদালতে হাজির হবেন বলে আশা করছেন।

নিষ্পত্তির বিষয়ে মন্তব্যের অনুরোধে গুগল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।