আঙুলের থেকেও ছোট ফোন! 

Looks like you've blocked notifications!

আপনি কি ছোট আঙুলের আকারের ফোন ব্যবহার করেছেন? ছোট হলেও তাতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। সবচেয়ে ভাল ব্যাপার হলো এই ফোনটিকে আপনার খেলনা ফোনের মতো মনে হলেও, এতে কল করতে এবং রিসিভ করতে পারবেন। এই ফোনে আপনি সমস্ত ফিচার পাবেন, যা একটি বেসিক ফোনে থাকে। কলকাতা ভিত্তিক গণমাধ্যম টিভি৯ বাংলার প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

একটা ছোট্ট ফোন, খুব বেশি হলে আপনার আঙুলের মাপের। এখনও পর্যন্ত বাজারে একের পর এক সবচেয়ে দামী এবং প্রিমিয়াম ফোন এসেছে। কিন্তু আপনি কি ছোট আঙুলের আকারের ফোন ব্যবহার করেছেন? ছোট হলেও তাতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। সবচেয়ে ভাল ব্যাপার হলো এই ফোনটিকে আপনার খেলনা ফোনের মতো মনে হলেও, এতে কল করতে এবং রিসিভ করতে পারবেন। এই ফোনে আপনি সমস্ত ফিচার পাবেন, যা একটি বেসিক ফোনে থাকে।

সবচেয়ে ছোট ফোন

এই তালিকায় অনেক ব্র্যান্ডের ফোন রয়েছে, যারা বাজারে তাদের সবচেয়ে ছোট ফোন লঞ্চ করেছে। এই আঙ্গুলের আকারের ফোনগুলো আপনার সাধারণ চাহিদা পূরণ করতে পারবে। আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ডিসকাউন্টসহ এই ফোনগুলো কিনতে পারবেন। দামও অনেকটাই কম।

কেচাওডা কে ১০

এই ফোনে আপনি ০.৬৬ ইঞ্চি ডিসপ্লে পাবেন। সেই সঙ্গে সিঙ্গেল সিমের সাপোর্ট পাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার এবং ওয়্যারলেস এফএম-এরও অপশন পাবেন। আপনি অ্যামাজনে ৩০০ এমএএইচ ব্যাটারিসহ ফোনটি কিনতে পারবেন মাত্র এক হাজার ৯৯ টাকায়। যদিও ফোনটির দাম বেশি। তবে এতে ২১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

গ্রিনবেরি জি ৩৭০

এই ফোনে আপনি ডুয়েল সিমের অপশন পাবেন। এর ডিজাইন স্লিম এবং স্টাইলিশ। এইটুকু ছোট্ট ফোনে আপনি অটোমেটিক কল রেকর্ডিং সাপোর্ট পাবেন। সেই সঙ্গে রয়েছে ওয়্যারলেস এফএম, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদির মতো ফিচার। মাত্র এক হাজার ১৩৯ টাকায় ৪৩ শতাংশ ডিসকাউন্টসহ অ্যামাজন থেকে এই ফোনটি কিনতে পারবেন।

আইটেল সার্কেল ১

এই ছোট ফোনটিতে আপনি একটি ৫০০ এমএএইচ ব্যাটারি পাবেন। ১.৩২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনে। আপনি ফোনটি রোজ গোল্ড কালার অপশনে কিনতে পারবেন। এতে আপনি ব্লুটুথ কলিং ফিচার পাবেন। যদিও ফোনটির আসল দাম এক হাজার ৮৯৯ টাকা, কিন্তু আপনি এটি অ্যামাজন থেকে ২১ শতাংশ ছাড়ে মাত্র এক হাজার ৪৯৯ টাকায়। তবে কেনার আগে জেনে নিন, এই ফোনগুলো অন্য অল্প দামের ফিচার ফোনের মতোই কাজ করবে। এই ফোনগুলো শুধুমাত্র আপনার মৌলিক চাহিদা পূরণ করতে পারে। এই মোবাইল ফোনে আপনি আজকের স্মার্টফোনের ফিচারগুলো পাবেন না।