ব্যাটারি চেক করার দিন আজ
আজ মার্চের দ্বিতীয় রোববার। বছরের ৩৬৫ দিনের মধ্যে প্রায়ই কোনো না কোনো দিবস থাকে। কিছু কিছু দিবসকে আমরা ঘটা করে উদযাপন করি। আবার এমনও অনেক দিবস রয়েছে, যে দিবসগুলোর নাম আমরা জানি না। অনেক দিবস রয়েছে, যার কথা শুনলে হয়তো চমকে উঠবেন। প্রশ্ন জাগবে এমন দিবসও আবার হয় না কি? আজ এমনই একটি দিবস, যা হয়তো আপনি আগে না-ও ভেবে থাকতে পারেন।
প্রত্যেক বছর এই দিনে (মার্চ মাসের দ্বিতীয় রোববার) পালন করা হয় চেক ইয়োর ব্যাটারি ডে, অর্থাৎ ব্যাটারি চেক করার দিন। দিবসটি মূলত আমাদের মনে করিয়ে দেয়, নিয়মিত ব্যবহৃত ডিভাইসে ব্যাটারি চেক ও পরিবর্তন করার কথা।
মূলত আজকের দিনটি আমাদেরকে স্মোক ডিটেক্টর, কার্বন মনোক্সাইড অ্যালার্ম ও ফ্ল্যাশলাইটের মতো প্রয়োজনীয় ডিভাইসগুলোর ব্যাটারি পরীক্ষা করার কথা মনে করিয়ে দেয়। এই ব্যাটারিগুলো পরীক্ষা করে আমরা নিশ্চিত হই, আমাদের নিরাপত্তার কাজে ব্যবহৃত ডিভাইসগুলো তাদের কাজ করার জন্য সক্ষম আছে।
তবে, কবে থেকে বা কে শুরু করেছিলেন এই দিবসটি, তা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এই দিনটি আপনার টিভির রিমোট কাজ করছে কি না তা দেখার চেয়ে বেশি গুরুত্ব দেয় আপনার সুরক্ষায় ব্যবহৃত ডিভাইসগুলো ঠিকমতো কাজ করছে কি না, সেটি একবার হলেও দেখা নেওয়াতে।
স্মোক ডিটেক্টর, কার্বন মনোক্সাইড অ্যালার্মের মতো ডিভাইসগুলোর ব্যাটারি আমাদের বাড়ির নীরব অভিভাবক। এগুলো আমাদেরকে ধোঁয়া বা ক্ষতিকারক গ্যাসের মতো অদেখা বিপদ সম্পর্কে সতর্ক করে আমাদের জীবন রক্ষা করে। যদিও এ দিবসের সঠিক উৎস রহস্যের মধ্যে আবৃত, তবে দিনটি বছরের পর বছর ধরে গুরুত্ব পেয়ে আসছে।