এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি, আজ থেকে বন্ধ হচ্ছে ৫০ লাখ সিম
সাইবার নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মোবাইল সিমের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ শনিবার (১ নভেম্বর) থেকে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। বিটিআরসির এ নির্দেশনার ফলে অর্ধকোটি বা প্রায় ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিটিআরসি সূত্র জানায়, আগামী বছর থেকে গ্রাহকপ্রতি নিবন্ধিত সিমের সীমা আরও কমিয়ে পাঁচটিতে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।
সর্বশেষ অক্টোবরের হিসাব অনুযায়ী, দেশে ব্যবহৃত মোট মোবাইল সিম প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৫৯ লাখ, রবি আজিয়াটার ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ ৭০ হাজার।
বিটিআরসি জানায়, বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ, এর মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। গত আগস্ট পর্যন্ত এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম ছিল ৬৭ লাখ। এর মধ্যে প্রায় ১৫ লাখ সিম গ্রাহক স্বেচ্ছায় বাতিল করেছেন, বাকি ৫০ থেকে ৫৩ লাখ সিম আজ থেকে অপারেটরদের মাধ্যমে বন্ধ করা হবে।
অন্যদিকে, পরিসংখ্যান বলছে গত ১০ বছরে দেশে সিম ব্যবহারকারী বেড়েছে সাড়ে পাঁচ কোটির বেশি। ২০১৫ সালে যেখানে ব্যবহারকারী ছিল ১৩ কোটি ৩৭ লাখ, সেখানে ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৭ কোটিতে।
বর্তমানে সিম ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম, যা অনেক উন্নত দেশের চেয়েও বেশি।

নিজস্ব প্রতিবেদক