সিইএস ২০২৬-এ গিগাবাইটের ফ্ল্যাগশিপ গ্রাফিক্স কার্ড উন্মোচন, থাকছে নতুন ফিচার
প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে প্রযুক্তির বড় প্রদর্শনী সিইএস ২০২৬, যেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো তাদের সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্য উপস্থাপন করছে। যেখানে এবার নিজেদের ফ্ল্যাগশিপ গ্রাফিক্স কার্ড উন্মোচন করেছে বিশ্বের শীর্ষ কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট। প্রদর্শনীতে গিগাবাইটের অন্যান্য নতুন পণ্যের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে অরোস জিফোর্স আরটিএক্স ৫০৯০ ইনফিনিটি গ্রাফিক্স কার্ড, যেখানে আধুনিক কুলিং প্রযুক্তি ও কমপ্যাক্ট ডিজাইনের সমন্বয় তুলে ধরা হয়েছে।
নতুন এই গ্রাফিক্স কার্ডে ব্যবহার করা হয়েছে বিপ্লবী উইন্ডফোর্স হাইপারবার্স্ট কুলিং সিস্টেম এবং গিগাবাইটের প্রথম সেপারেটেড পিসিবি লেআউট, যা উন্নত এয়ারফ্লো নিশ্চিত করে। পাশাপাশি নতুন ডাবল ফ্লো থ্রু ডিজাইন প্রযুক্তির মাধ্যমে ব্যাকপ্লেটের দুই পাশ দিয়েই বাতাস চলাচল করতে পারে, ফলে কুলিং আরও কার্যকর হয়।
গিগাবাইট জানিয়েছে, ভারী গেমিং কিংবা এআই-ভিত্তিক ওয়ার্কলোডের সময় কার্ডটির কেন্দ্রে থাকা ওভারড্রাইভ ফ্যান স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে অতিরিক্ত ঠাণ্ডা বাতাস সরবরাহ করে। এতে করে আরটিএক্স ফিফটি সিরিজের এআই কম্পিউটিং ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানো সম্ভব হয়।
এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আর্কিটেকচার-ভিত্তিক জিফোর্স আরটিএক্স ফিফটি সিরিজ জিপিইউতে রয়েছে উন্নত এআই ক্ষমতা, এনভিডিয়া ডিএলএসএস ফোর, দ্রুত ইমেজ জেনারেশন সুবিধা এবং এনভিডিয়া স্টুডিও সাপোর্ট। এসব সুবিধা গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন মাত্রার অভিজ্ঞতা দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
নকশার দিক থেকেও কার্ডটি আলাদা। এতে রয়েছে বৃত্তাকার হিটসিঙ্ক, ডাই-কাস্ট মেটাল প্লেট এবং গিগাবাইটের আইকনিক আরজিবি হালো লাইটিং। শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি মাত্র ৩৩ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১৪ দশমিক ৫ সেন্টিমিটার উচ্চতার কমপ্যাক্ট ডিজাইন হওয়ায় এটি বিভিন্ন ধরনের চ্যাসিসের সঙ্গে সহজেই মানিয়ে যাবে।
গিগাবাইট বাংলাদেশের টিম জানায়, সিইএস ২০২৬ চলাকালে লাস ভেগাস কনভেনশন সেন্টারের নর্থ হলের বুথ নম্বর ৮৫১৯-এ অরোস জিফোর্স আরটিএক্স ৫০৯০ ইনফিনিটি গ্রাফিক্স কার্ডটি প্রদর্শন করা হয়। -

নিজস্ব প্রতিবেদক