থাইদের মত করে থাইল্যান্ড ঘুরুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/26/thumb-pinterest.jpg)
এবার ঈদের ছুটিতে অনেকেই ঘুরতে যাচ্ছেন। এর মধ্যে থাইল্যান্ডে পাড়ি জমাচ্ছেন অনেক বাঙালি। কিন্তু অনেকেই ঘুরতে গেলে লাক্সারিয়াস ট্যুর দিয়ে থাকেন। এতে আপনি কখনও স্থানীয় স্বাদ পাবেন না। মনে রাখবেন, যেখানে ঘুরতে যাবেন সেখানকার স্থানীয়দের মত করে ভাবুন। স্থানীয়দের মতো খাওয়া-দাওয়া করুন। এতে আপনি সেই জায়গার আসল স্বাদ পাবেন। একজন পর্যটক হিসেবে এমন অভিজ্ঞতা নিন যাতে আপনার মনে হয় এটি ভ্রমণ নয়, আপনার বাড়ি। ব্যাংকক ঠিক তেমনই একটি জায়গা। এখানে বেড়াতে গেলে স্থানীয় স্বাদ নেওয়ার চেষ্টা করুন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/26/1-pinterest.jpg)
পর্যটন এলাকার বাইরেও ঘুরুন
আমরা ঘুরতে গেলে কেবল পর্যটন কেন্দ্রগুলোতেই যাই। ব্যাংকক ভ্রমণে গেলে এখানকার স্থানীয় অঞ্চলগুলো আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করুন। যদিও গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট অরুণ-এর মতো জনপ্রিয় আকর্ষণীয় স্থানগুলো দেখার মতো। তবে চেষ্টা করুন এ সব জায়গা দেখার পাশাপাশি স্থানীয় জায়গাগুলো ঘুরে দেখতে। ব্যাংককের থাংলোর, আরি এবং চায়নাটাউনের মতো অঞ্চলগুলোতে ঘুরে আসুন। এগুলো আপনাকে স্থানীয় অভিজ্ঞতা এনে দেবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/26/2-pinterest.jpg)
গণপরিবহন ব্যবহার করুন
ব্যাংককে বিস্তৃত গণপরিবহন ব্যবস্থা রয়েছে। যা স্থানীয়রা নিয়মিত ব্যবহার করেন। শহরে থাকাকালীন বিটিএস স্কাইট্রেন এবং এমআরটি সাবওয়ের সুবিধা নিন। শহর ঘোরার জন্য পাবলিক বাসগুলোতে ওঠতে পারেন। এখানকার লোকাল পরিবহন ‘টুকটুক’-এ ভ্রমণ করুন। ব্যাংককের রাস্তাগুলো সর্বদা যানজটযুক্ত থাকে। এ ক্ষেত্রে, স্কাইট্রেন এবং সাবওয়ে ব্যবহার করতে পারেন। এগুলো আপনাকে দ্রুত যেকোনো জায়গায় নিয়ে যাবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/26/3-pinterest.jpg)
স্ট্রিট ফুড খান
ব্যাংকক তার প্রাণবন্ত বাজারের জন্য পরিচিত। এ সব বাজার স্থানীয়দের জীবনের একটি অপরিহার্য অংশ। অনন্য, আকর্ষণীয় এবং সুস্বাদু স্থানীয় খাবারের জন্য ‘অর টর কোর’ মার্কেটে যেতে পারেন। ব্যাংকক তার স্ট্রিট ফু্ডের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এখানকার স্থানীয়রা প্রায়ই স্ট্রিট ফুড উপভোগ করে থাকেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/26/4-pinterest.jpg)
স্থানীয় মন্দির পরিদর্শন করুন
ব্যাংককে গেলে অবশ্যই সেখানকার স্থানীয় মন্দিরে যাবেন। আপনি নিঃসন্দেহে এগুলো ভালোবাসবেন। এ সব মন্দিরের সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/26/5-pinterest.jpg)
ভাসমান বাজারে যান
ব্যাংককের ফ্লোটিং মার্কেটের অভিজ্ঞতা ছাড়া আপনার ব্যাংকক ভ্রমণ অসম্পূর্ণ। এই জাতীয় বেশ কয়েকটি বাজার রয়েছে। তার মধ্যে ‘দামোয়েন সাদুয়াক মার্কেট’ বেশ জনপ্রিয়। এ সব বাজারে আপনি ফ্রেশ খাবার পাবেন। যা কিনা আপনার সামনেই রান্না করে দেওয়া হবে। এই মার্কেটে স্থানীয়রা সব সময় ভিড় করে থাকেন। এটি ব্যাংককের প্রাণবন্ত একটি মার্কেট।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া