বিশ্বের প্রাচীনতম ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেল ভারতে!
ভারত উপমহাদেশ জুড়ে ছড়িয়ে আছে নানা বৈচিত্র্য। সম্প্রতি ভারতে পাওয়া গিয়েছে ডাইনোসরের জীবাশ্ম। রাজস্থানের একটি রাজ্য জয়সলমীরে ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছে। যা কিনা ১৬ কোটি ৭০ লাখ বছরের পুরনো উদ্ভিদভোজী ডাইনোসরের। শিলা অনুসন্ধান ও খননের সময় জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছিল।
আইআইটি-রুরকি এবং জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) একদল বিজ্ঞানী এই অসাধারণ জীবাশ্মটি আবিষ্কার করেছেন। এ নিয়ে ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ধারণা করা হচ্ছে, এটি একটি দীর্ঘ ঘাড়যুক্ত উদ্ভিদ-ভোজনকারী(ডাইক্রেওসৌরিড) ডাইনোসরের জীবাশ্ম। এটি ভারতে ডাইক্রিওসৌরিড ডাইনোসরের প্রথম আবিষ্কার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ডাইনোসরের জীবাশ্মের এই যুগান্তকারী আবিষ্কারটি প্রথম ২০১৮ সালে করা হয়েছিল। আবিষ্কারের পর ছয় জন বিজ্ঞানীর একটি দল এটি নিয়ে গবেষণা করেন। তাদের প্রায় পাঁচ বছর সময় লেগেছিল অধ্যয়ন করতে। ব্যাপক গবেষণার পরে, জানা গিয়েছে যে, ডাইনোসরের এই বিশেষ প্রজাতিটি আগে মানুষের কাছে অজানা ছিল। ভারতের থার মরুভূমির নাম আনুসারে ডাইনোসরের জীবাশ্মটিকে ‘থারোসোরাস ইন্ডিকাস’ নামকরণ করা হয়েছে।
ভারতে ডাইনোসরের জীবাশ্মের এই আবিষ্কার প্রথম নয়। এর আগেও ভারতের নর্মদা উপত্যকায় মোট ২৫৬টি জীবাশ্ম ডিম পাওয়া গিয়েছিল। এই ডিমগুলো টাইটানোসর্সের ছিল। যা পৃথিবীর সর্বকালের বৃহত্তম ডাইনোসর।ভারত ডাইনোসরের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া